Sylhet View 24 PRINT

করোনাভাইরাস: সুনামগঞ্জে বিএনপির নেতারা অসহায় মানুষকে সহায়তা করবেন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৩-২৮ ১৫:৪৭:৫৮

সুনামগঞ্জ প্রতিনিধি :: করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে জেলাজুড়ে কার্যত সবকিছু বন্ধ থাকায় কর্মহীন শ্রমজীবী, দিনমজুর ও অসহায় মানুষকে সহায়তা প্রদানের জন্য নেতাদের প্রতি আহবান জানিয়েছে সুনামগঞ্জ জেলা বিএনপি।

শনিবার দুপুরে জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুল স্বাক্ষরিত দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে পাঠানো এক চিঠিতে এই আহবান জানানো হয়।

চিঠিতে বলা হয়, করোনাভাইরাসের কারণে দেশ ও জাতি এক সংকটময় মুহূর্ত অতিক্রম করছে। এমন পরিস্থিতিতে জেলা বিএনপির সকল উপদেষ্টা, সম্পাদক মন্ডলীর সদস্য, কার্যনির্বাহী কমিটির সদস্য এবং সকল উপজেলা ও পৌর কমিটির নেতৃবৃন্দ নিজেদের আশপাশের অন্তত পাঁচ জন কর্মহীন শ্রমজীবী, দিনমজুর ও অসহায় মানুষকে পাঁচ কেজি চাল, তিন কেজি আলু, এক কেজি ডাল ও এক লিটার সয়াবিন তেল নিজ দায়িত্বে প্রদান করবেন। সহায়তা প্রদানের পর বিষয়টি জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এবং দপ্তর সম্পাদকের মধ্য থেকে যে কোন একজনকে অবগত করাতে বলা হয়েছে চিঠিতে।  

উল্লেখ্য, সুনামগঞ্জ জেলা, ১১টি উপজেলা ও চারটি পৌরসভায় বিএনপির কমিটিতে হাজারেও বেশি নেতা দলীয় পদ-পদবীতে রয়েছেন।


সিলেটভিউ২৪ডটকম/২৮ মার্চ ২০২০/এসএনএ/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.