Sylhet View 24 PRINT

দিরাইয়ে করোনায় ক্ষতিগ্রস্থদের পাশে ওসি কে এম নজরুল

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৩-২৯ ১৩:৪৯:৫১

দিরাই প্রতিনিধি :: সরকারের নির্দেশ মোতাবেক করোনাভাইরাস থেকে নিরাপদ রাখতে সারা দেশের ন্যায় সারা দিরাই জুরে অঘোষিত লকডাউন অবস্থা বিরাজ করছে। এ অবস্থায় দিনমজুর, রিকসা চালকসহ ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেকি তেমনি ক্ষতিগ্রস্থদের পাসে দাড়িয়েছেন দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম নজরুল।

শনিবার রাতে নিজ উদ্যোগে পৌরসদরের বাজারে ঘুরে ঘুরে বাজারের ১২ জন নাইটগার্ড, ৪ জন বাক প্রতিবন্ধী রিকসা চালকসহ ২০ টি পরিবারকে পরিবারপ্রতি ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি ডাল, ২ লিটার ভোজ্য তেল, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি লবন ও ১ টি করে লাইফবয় সাবান প্রদান করেন।

এসময় সহযোগীতায় এসআই রুপক কর্মকারসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ওসি কে এম নজরুল বলেন, করোনা সংকটে সরকারের পাশাপাশি যার যার অবস্থান থেকে সবারই অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ানো উচিৎ বলে মনে করি, সেই চিন্তা থেকে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা।

সিলেভিউ২৪ডটকম/২৯ মার্চ ২০২০/এইচপি/ডিজেএস

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.