Sylhet View 24 PRINT

দক্ষিণ সুনামগঞ্জে করোনা মোকাবেলায় উপজেলা চেয়ারম্যান'র উদ্যোগ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৩-২৯ ১৯:৩০:২৬

সুনামগঞ্জ প্রতিনিধি ::  করোনা ভাইরাস মোকাবেলায় রাস্তায় নেমে হ্যান্ড মাইকিং এর মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধিতে ইতোমধ্যে সিলেট বিভাগ জুড়ে আলোচনায় এসেছেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফারুক আহমদ। সরকারের নির্দেশনা অনুযায়ি সামাজিক  দুরত্ব নিশ্চিতে গ্রামে গ্রামে, পাড়া মহল্লায়, হাটবাজার, চায়েরস্টলসহ উপজেলার গরুত্বপূর্ণ স্থানে প্রতক্ষভাবে সচেতনতামূলক কাজ করছেন তিনি। কারণ ছাড়া বাহিরে অবস্থান না করা, নিত্যপ্রয়োজনীয় দোকানে ভীর না করা, চায়ের স্টল, হোটেল খোলা না রাখা, এক স্থানে ৪ জনের বেশি জড়ো না হওয়া, বাড়িতে নিরাপদ অবস্থান করা, পরিস্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, দিনে একাধিকবার সাবান পানি দিয়ে হাত ধোয়া, জড়,সর্দি, কাশিতে আতঙ্কিত না হওয়াসহ করোনাভাইরাস মোকাবেলায় জনসচেতনতামূলক প্রচারণার কাজ করছেন তিনি।
উপজেলার দাপ্তরিক ও প্রশাসনিক কাজের পাশাপাশি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রত্যক্ষভাবে উপজেলার বিভিন্ন প্রান্ত চষে বেড়াচ্ছেন উপজেলা চেয়ারম্যান ফারুক। উপজেলা চেয়ারম্যানের এমন জনসচেতনতামূলক কাজে সাধুবাদ জানিয়েছেন উপজেলার বিভিন্নমহল। তাঁর এমন সচেতনতামূলক কর্মকাণ্ডে সামাজিক দুরুত্ব নিশ্চিতে উপজেলাবাসীর মধ্যে সচেতনতা সৃষ্টি হয়েছে বলে মনে করেন অনেকেই। এদিকে আগামী ১০ দিন সামাজিক দুরুত্ব নিশ্চিতে নিরাপদে অবস্থান করতে আহবান  জানিয়েছেন উপজেলার চেয়ারম্যান ফারুক। তিনি বলেন, সারা পৃথিবী এক ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। বাংলাদেশও এর বাহিরে নয়। সুনামগঞ্জ লগডাউন অবস্থায় আছে। আমরা যত সচেতন থাকবো, নিরাপদে অবস্থান করবো ততোই আমাদের জন্য মঙ্গল। আমরা জানিনা আমাদের জন্য কি অপেক্ষা করছে। এই পরিস্থিতি থেকে আমরা মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থণার পাশাপাশি আগামী ১০ দিন ঘরে অবস্থান করি। নিজ ও দেশবাসীর মঙ্গলের জন্য নিরাপদ দুরুত্ব বজায় রাখি। 
সিলেটভিউ২৪ডটকম/২৯ মার্চ ২০২০/এসএনএ/এসএইচ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.