Sylhet View 24 PRINT

সুনামগঞ্জে ১০ হাজার পরিবারে সাহায্য পৌঁছে দিচ্ছেন মেয়র নাদের

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৩-৩০ ১১:১৯:৪৮

সুনামগঞ্জ প্রতিনিধি :: করোনা ভাইরাসের দুর্যোগকালীন সময়ে সরকারি প্রাপ্ত জিআরের অনুদান, বৃত্তবানদের সহযোগিতায় ও পৌরসভার জনপ্রতিনিধিদের নিজেস্ব তহবিল পৌরসভার নিম্ন আয়ের দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীরদের জীবিকা নির্বাহের জন্য চাল, ডাল, আলুসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন পৌর মেয়র নাদের বখত।

রবিবার রাতে দ্বিতীয় দিনের মতো পৌরসভার আফতাব নগর এলাকায় বাসায় বাসায় গিয়ে এই সাহায্য পৌঁছে দেন তিনি। যার মধ্যে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, আধা কেজি লবন ও পেঁয়াজ রয়েছে।

জানা যায়, সরকারিভাবে সুনামগঞ্জ পৌরসভার ১ হাজার পরিবারের মধ্যে সাহায্য প্রদান করা হয়েছে। তবে এই সাহায্য অপ্রতুল হওয়ায় শহরের বিত্তবানদের অনুদান, পৌরসভার সকল কাউন্সিলর ও মেয়রের নিজস্ব তহবিল থেকে আরও ৯ হাজার পরিবারকে সাহায্যের আওতায় আনা হয়েছে। প্রতি ওয়ার্ডের সহস্রাধিক নিম্ন আয়ের পরিবারের মধ্যে নিজস্ব ব্যবস্থাপনায় এসব সাহায্য পৌঁছানো হচ্ছে বলে জানিয়েছেন মেয়র নাদের বখত। সরকারি সাহায্যের পাশাপাশি ব্যক্তিগত পর্যায়ে সাহায্যের হাত প্রসারিত করার আহ্বান জানিয়েছেন তিনি। সামাজিক দুরত্ব নিশ্চিত করতে বাসায় অবস্থান করে নিরাপদ থাকতে পৌরবাসীকে অনুরোধ জানান তিনি।

সাহায্য প্রদান কালে উপস্থিত ছিলেন- প্যানেল মেয়র হোসেন আহমদ রাসেল, কাউন্সিলার ফয়জন নূর, শেলী চৌহান ময়না, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সুয়েব চৌধুরী, পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক লিটন সরকার, সমাজসেবী আফজাল হোসেন প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/৩০ মার্চ ২০২০/এসএনএ/ডিজেএস

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.