Sylhet View 24 PRINT

সুনামগঞ্জে প্রধানমন্ত্রীর বরাদ্দের চাল চুরি, গ্রেফতার ২

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৩-৩১ ১৯:৩২:০২

সিলেটভিউ ডেস্ক :: নভেল করোনাভাইরাসের সঙ্কটে সরকারি চাল চুরির অভিযোগে হাতেনাতে দুইজনকে গ্রেপ্তার করেছে সুনামগঞ্জের গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং এলাকার নিয়ামতপুরে একটি দোকান থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- ব্যবসায়ী শওকত আলী ও স্থানীয় চালের ডিলার বিপ্লব সরকার।

‘খাদ্যবান্ধব কর্মসূচির’ আওতায় ২০১৬ সালের সেপ্টেম্বর থেকে দেশের অতি দরিদ্র ৫০ লাখ পরিবারকে ১০ টাকা কেজি দরে মাসে ৩০ কেজি করে চাল দেওয়া হচ্ছে।

নভেল করোনাভাইরাসের সঙ্কট শুরুর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দরিদ্র জনগোষ্ঠীর জন্য স্বল্প মূল্যের চালের বিশেষ বরাদ্দ দেন। এ চাল ১০ টাকা কেজি দরে বিক্রি করা হয়ে থাকে।

এসব চাল বিক্রি না করে বস্তা পাল্টিয়ে আত্মসাৎ করার সময় হাতেনাতে ৩০ বস্তা চালসহ ধরা পড়েন ওই দুইজন বলে জানান সুনামগঞ্জের গোয়েন্দা পুলিশ।

ডিবি পুলিশের ওসি মোক্তাদির আহমদ বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে করোনাভাইরাসের সঙ্কটে প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দের ১০ টাকা কেজি দরের চালের বস্তা পাল্টিয়ে আত্মসাৎ করার সময় হাতেনাতে ৩০ বস্তা চালসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের জেলা পুলিশের কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

সিলেটভিউ২৪ডটকম/৩১ মার্চ ২০২০/বিডিনিউজ/আরআই-কে

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.