Sylhet View 24 PRINT

দিরাইয়ে অসহায় পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৪-০২ ১৭:০৪:০৯

দিরাই প্রতিনিধি :: সুনামগঞ্জের দিরাইয়ে পৌরসভার মজলিশপুরে অসহায় পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে পৌরসভার মজলিশপুর গ্রামের রিকসা চালক, দিনমজুর, ভ্যানচালকের বাড়ি বাড়ি গিয়ে ২০ টি পরিবারকে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এসময় ৫ কেজি চাল, ১ কেজি মুসুরী ডাল, ১ কেজি তেল, ২ কেজি আলু, ১ কেজি লবণ দেওয়া হয়।

জানা যায়, চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধাসিন্ধু দাস রানার উদ্যোগে তারাপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক রুহুল আমীন, দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক লালবাঁসি দাস, সহকারী গ্রন্থাগার গৌরাঙ্গ পদ সরকার, দিরাই উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের যুগ্ম সাধারণ সম্পাদক সুবীর চন্দ্র দাস, সমাজসেবা অধিদফতরের সিএসপিবি প্রকল্পের সমাজকর্মী হিল্লোল পুরকায়স্থ এবং দিরাই উপজেলা প্রশাসনের অফিসিয়েটিং সিএ কাম ইউডিএ স্বপন কুমার দাসের আর্থিক সহযোগীতায় জরুরী তহবিল গঠন করে করোনায় ক্ষতিগ্রস্তদের এ সহযোগীতা প্রধান করা হয়েছে।

এ বিষয়ে উদ্যোক্তারা বলেন, করোনাভাইরাস সংক্রমণ রোধে দেশের এই ক্রান্তিলগ্নে অসহায় ও গরীব মানুষের মাঝে আমরা আমাদের সামর্থ্যমত সাহায্য করছি। শুধুমাত্র সবাই নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসলে এই বিপদ থেকে রক্ষা পাওয়া সম্ভব।


সিলেটভিউ২৪ডটকম/০২ এপ্রিল ২০২০/এইচপি/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.