Sylhet View 24 PRINT

তাহিরপুরে উপজেলা নির্বাহী অফিসারের বাজার মনিটরিং

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৪-০২ ১৭:২৪:০১

তাহিরপুর প্রতিনিধি :: সুনামগঞ্জের তাহিরপুরে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ, জনসচেতনতা বৃুুদ্ধি, ঘরে থাকা, দ্রব্যমূল্যবৃদ্ধি রোধ ও বাজার মনিটরিং করেছেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জি।

বৃহস্পতিবার দুপুরে তাহিরপুর সদর, আনোয়ারপুর, বাদাঘাট, চাঁনপুর, বড়ছড়া জয় বাংলা, বালিয়াঘাট, শ্রীপুর বাজারের বিভিন্ন দোকানে মনিটরিং ও বালিয়াঘাট বাজার জামে মসজিদ প্রাঙ্গনে মুসল্লিদের উদ্দেশ্যে সচেতনামূলক পরামর্শ দেন তিনি।

পরামর্শে তিনি জনগণকে অযতা বাজারে ঘুরাঘুরি না করা, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করা, খাদ্য মজুত করে কৃত্রিম সঙ্কট তৈরি না করা, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি না করা, বিদেশ ফেরত দের হোম কোয়ারেন্টাইনে থাকা, জনসমাগম না হওয়া, আতঙ্কিত না হওয়া, পরিস্কার-পরিচ্ছন্ন থাকা এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলার পরামর্শ দেন তিনি।

এ সময় তার সঙ্গে ছিলেন- উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন খান, ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এ এস আই আবু মোছা, সাংবাদিক এমএ রাজ্জাক, ওয়ার্ড সদস্য নুরুল আমিন প্রমুখ।


সিলেটভিউ২৪ডটকম/০২ এপ্রিল ২০২০/এমএআর/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.