Sylhet View 24 PRINT

ছাতকের করোনা সন্দেহজনক একজনের নমুনা ঢাকায়

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৪-০৩ ১১:০১:৩৩

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতকে একজন সন্দেহজনক রোগীর কভিড-১৯ পরীক্ষার জন্য নেজাল এবং থ্রট সোয়াব সংগ্রহ করে ঢাকায় জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) ল্যাবে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) তার বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করেন ডাঃ তোফায়েল আহমদ সানি।

ছাতক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজিব চক্রবর্তী জানান, আগামীকাল (শনিবার) জানা যাবে করোনা আক্রান্ত সন্দেহ এই পুরুষের শরীরে করোনা ভাইরাস আছে কিনা।

তিনি জানান, সন্দেহজনক আরও কয়েকজনের কভিড-১৯ আছে কিনা পরিক্ষার জন্য ঢাকায় নমুনা পাঠানো হবে। বর্তমানে তাদেরকে প্রশাসনের নজরদারিতে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।


সিলেটভিউ২৪ডটকম / ৩ এপ্রিল, ২০২০ / এম.এ / ডালিম

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.