Sylhet View 24 PRINT

দোয়ারাবাজারে ২৬টি কমিউনিটি ক্লিনিকে পিপিই দিলেন এমপি মানিক

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৪-০৬ ২০:১৩:৩৩

দোয়ারাবাজার প্রতিনিধি :: সুনামগঞ্জের দোয়ারাবাজারে নিজ অর্থায়নে উপজেলার ২৬টি কমিউনিটি ক্লিনিকের ২৬জন হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি)কে পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) দিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য, সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।

সোমবার (৬ এপ্রিল)বিকালে তিনি দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা সংক্রমণ মোকাবেলায় আইসোলেশন ইউনিট পরিদর্শন করেন। পরে ব্যক্তিগত অর্থায়নে উপজেলার ২৬টি কমিউনিটি ক্লিনিকের হেলথ কেয়ার প্রোভাইডারদের পিপিই, হ্যান্ডগ্লাভস, হ্যান্ড সেনিটাইজার, সুরক্ষা ক্যাপ, সেভলন সোপ, বালতি ও মগ প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন- দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ডা. আব্দুর রহিম প্রমুখ।


সিলেটভিউ২৪ডটকম/০৬ এপ্রিল ২০২০/টিআই/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.