Sylhet View 24 PRINT

ছাতকে করোনা সন্দেহে আরও ৮জনের নমুনা সংগ্রহ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৪-০৬ ২১:২৮:১৮

ছাতক প্রতিনিধি :: করোনা আক্রান্ত রোগীর সংস্পর্শে আসায় ছাতকের চরমহল্লা ইউনিয়নের নানকার গ্রামে একই পরিবারের ৬ জন এবং পার্শবর্তী পরিবারের ২ জনসহ মোট আট জনের নেজাল ও থ্রট সোয়াব সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইডিসিআর (রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট) এ প্রেরণ করা হয়েছে।

এছাড়া তাদেরকে হোমকোয়ারেন্টাইনে থাকার জন্য নির্দেশ প্রদান করা হয়। 
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. রাজীব চক্রবর্ত্তী, মেডিকেল অফিসার ডা. তুফায়েল আহমদ সানি, এমটি ইপিআই স্বপন কুমার রায়, সহ.স্বা.প. শশাংক শেখর দত্ত, স্বাস্থ্য সহকারী আমিরুল ইসলাম, সাইফুল আলম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুল হাসনাত।
ছাতক উপজেলা থেকে এ পর্যন্ত মোট ১২ টি নমুনা আইইডিসিআর এ প্রেরণ করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/৬ এপ্রিল ২০২০/এমএ/এসএইচ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.