Sylhet View 24 PRINT

বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী বিতরণ করলেন শিক্ষক রুহুল আমিন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৪-০৭ ১৮:৩৯:৩০

সুনামগঞ্জ প্রতিনিধি :: করোনা ভাইরাস ঘরবন্দী সুনামগঞ্জের নিম্ন আয়ের ২৫০টি পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে পৌর শহরের জামাই পাড়াস্থ (নাম প্রকাশে অনচ্ছিুক) ও সুনামগঞ্জ জেলা মাধ্যমিক সহকারী শিক্ষক কর্মচারী সমিতির সভাপতি ও বাংলাদেশ শিক্ষক কর্মচারী (বাবেশিক) ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. রুহুল আমিনের যৌথ উদ্যোগে পৌর শহরের প্রায় ২৫০ মধ্যবিত্ত পরিবারের বাড়ি বাড়ি গিয়ে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

প্রতি পরিবারে ৫ কেজি চাল, ১কেজি ডাল, ১কেজি তেল, ১কেজি পেঁয়াজ, ২কেজি আলু, ১কেজি লবণ প্রধান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, গণপূর্ত বিভাগ সুনামগঞ্জ টিকাদার ক্যালাণ সমিতির সভাপতি মো.নুর হুসেন।

খাদ্য সামগ্রী বিতরণের সময় সুনামগঞ্জ জেলা মাধ্যমিক সহকারী শিক্ষক কর্মচারী সমিতির সভাপতি ও বাংলাদেশ শিক্ষক কর্মচারী (বাবেশিক) ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো.রুহুল আমিন বলেন, আজ থেকে আমরা প্রায় ২৫০টি মধ্যবিত্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছি এবং আমাদের এই খাদ্য সহয়তার বিতরণ কার্যক্রম আগামী মাহে রমজান মাস পর্যন্ত অব্যাহত থাকবে বলে তিনি জানান।


সিলেটভিউ২৪ডটকম/০৭ এপ্রিল ২০২০/এসএনএ/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.