Sylhet View 24 PRINT

দিরাইয়ে ত্রাণ বিতরণে কুলঞ্জ ইউনিয়ন অনলাইন গ্রুপ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৪-০৭ ১৯:৫৩:০৫

দিরাই প্রতিনিধি :: কুলঞ্জ ইউনিয়ন অনলাইন গ্রুপের উদ্যোগে সুনামগঞ্জের দিরাইয়ে ১৫০শ' সুবিধাবঞ্চিত, কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দিনব্যাপী উপজেলার কুলঞ্জ ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডে ১৫০ জন সুবিধাবঞ্চিত, কর্মহীন-দরিদ্র মানুষের মাঝে জনপ্রতি ৪ কেজি চাল, ৪ কেজি আলু, ৩ কেজি পেঁয়াজ, ১ লিটার তৈল, ১ কেজি লবন ও ১ টি সাবান দেওয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও কুলঞ্জ ইউনিয়ন অনলাইন গ্রুপের উপদেষ্টা মো. চাঁনমিয়া চৌধুরী, দৈনিক জনতার কণ্ঠের উপদেষ্টা মো. সামছুল ইসলাম আবাব, কুলঞ্জ ইউনিয়ন অনলাইন গ্রুপের এডমিন এস এম উমেদ আলী, কুলঞ্জ ইউনিয়ন অনলাইন গ্রুপের এডমিন দিদার আহমেদ, কুলঞ্জ ইউনিয়ন অনলাইন গ্রুপের এডমিন মাজহারুল ইসলাম, দিরাই স্কাউট লিডার মো. তায়েফ চৌধুরী, কুলঞ্জ ইউনিয়ন অনলাইন গ্রুপের এডমিন সাইফুদ্দিন সুফিয়ান, কুলঞ্জ ইউনিয়ন অনলাইন গ্রুপের সদস্য ফয়জুল হাসান, মানব সেবী জাহাঙ্গীর চৌধুরী রিফাত,বস ক্লাবের সভাপতি কামরুল হাসান মিটু, কুলঞ্জ ইউনিয়ন অনলাইন গ্রুপের মডারেটর সৌরভ, কুলঞ্জ ইউনিয়ন অনলাইন গ্রুপের মডারেটর সৈয়দ সাবের হোসেন বিজয়, কুলঞ্জ ইউনিয়ন অনলাইন গ্রুপের মডারেটর ইছবর খান, শাকির আলম প্রমুখ।
জানা যায় সংগঠনটি ত্রাণ বিতরণের কার্যক্রম অব্যাহত রাখবে এবং দ্বিতীয় পর্যায়ে ১৫০ জনকে দেওয়া হবে।
সিলেটভিউ২৪ডটকম/৭ এপ্রিল ২০২০/এইচপি/এসএইচ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.