Sylhet View 24 PRINT

সুনামগঞ্জে করোনাক্রান্ত বেড়ে দাড়িয়েছে ১২৭ জনে

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৫-২৯ ১৩:৪২:১৯

সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১২৭। সর্বশেষ একদিনে আরো ১৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ মে) রাতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ১৮ জনের নমুনার ফলাফল পজেটিভ আসে।

নতুন আক্রান্তদের মধ্যে পুলিশ সদস্য ৪জন, সুনামগঞ্জ সদর উপজেলায় ২ জন, দোয়ারাবাজার উপজেলায় ৪জন, ছাতক উপজেলায় ৬ জন, তাহিরপুর উপজেলায় ১ জন ও জগন্নাথপুর উপজেলায় ১ জন শনাক্ত হয়েছেন।

জানাযায়, বৃহস্পতিবার সুনামগঞ্জ জেলার নতুন নমুনা ১৬৮টি ও পুরাতন দুটি সহ ১৭০টি নমুনা পরীক্ষা করা হয়। ১৭০ নমুনার মধ্যে ১৮টির ফলাফল পজেটিভ আসে।

সুনামগঞ্জ জেলা প্রশাসনের উপজেলাভিত্তিক কোভিড-১৯ রিপোর্ট থেকে জানাযায়, জেলায় এ পর্যন্ত মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১২৭ জন। এর মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২১ জন। সুস্থ হয়েছেন ৩ জন। দক্ষিণ সুনামগঞ্জে আক্রান্ত ১২ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৭ জন। দিরাই উপজেলায় আক্রান্ত ৭ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৫ জন। শাল্লা উপজেলায় আক্রান্ত হয়েছিলেন ৯ জন। এর মধ্যে ৮ জন ইতোমধ্যে সুস্থ হয়েছেন। বিশ্বম্ভরপুর উপজেলায় আক্রান্ত ৬ জনের মধ্যে ৬ জনই আরোগ্য লাভ করেছেন। তাহিরপুর উপজেলায় আক্রান্ত ১৪ জনের মধ্যে ৬ জন সুস্থ হয়েছেন। জামালগঞ্জ উপজেলায় আক্রান্ত ৪ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৩ জন। ধর্মপাশা উপজেলায় ১৬ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৫ জন। দোয়ারাবাজার উপজেলায় আক্রান্ত ১০ জনের মধ্যে ৫ জন সুস্থ হয়েছেন। ছাতক উপজেলায় আক্রান্ত হয়েছেন ২১ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৫ জন। জগন্নাথপুরে আক্রান্ত ৭ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৬ জন। সব মিলিয়ে জেলায় আক্রান্ত ১২৭ জন করোনা রোগীর মধ্যে হয়েছেন ৫৯ জন। আইসোলেশনে রয়েছেন ৬৮ জন।

সিলেটভিউ২৪ডটকম/২৯ মে ২০২০/এসএনএ/ডিজেএস

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.