Sylhet View 24 PRINT

দক্ষিণ সুনামগঞ্জে এসএসসিতে পাশের হার ৮২, দাখিলেও একই

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৫-৩১ ১৭:৫৯:২৬

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি :: এবছর এসএসসি ও সমমানের পরীক্ষায় দক্ষিণ সুনামগঞ্জে পাসের হার ৮২.০৩ শতাংশ।

এসএসসিতে উপজেলার মোট ১৬টি স্কুলের ১৩১৯ জন শিক্ষার্থী অংশগ্রহন করে পাস করেছে ১০৬০জন এবং  জিপিএ-৫ পেয়েছে মাত্র ১৩ জন। 
১৬ টি বিদ্যালয়ের মধ্যে ডুংরিয়া হাই স্কুল এন্ড কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ০৩ জন, জয়কলস উজানীগাঁও রশিদিয়া সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ০২ জন,জেবিবি উচ্চ বিদ্যালয় থেকে ০১ জন, পাগলা সরকারি মডেল হাই স্কুল এন্ড কলেজ থেকে ০৪ জন, আব্দুর রশিদ উচ্চ বিদ্যালয় থেকে ০৩ জন।
এছাড়াও এ বছর মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় ৬টি মাদ্রাসার ১৪৭ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ১২১ জন। এতে পাশের হার ৮২.৩১ শতাংশ । এর মধ্যে আমরিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় শতভাগ পাশের  সাফল্য অর্জন করেছে।
এ ব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী জানান, এবারের ফলাফল গত বছরের চেয়ে তুলনামূলকভাবে ভালো হয়েছে। জিপিএ-৫ এর সংখ্যাও বেশি। আশাকরি এই সাফল্য আগামীতেও অব্যাহত থাকবে।
সিলেটভিউ২৪ডটকম/৩১ মে ২০২০/এসকে/এসএইচ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.