Sylhet View 24 PRINT

ছাতকে ভ্রাম্যমান আদালতের অভিযান, দেড় লাখ টাকা জরিমানা আদায়

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৬-০২ ২০:০২:০২

ছাতক প্রতিনিধি :: ছাতকে ভ্রাম্যমান আদালতের অভিযানে বাইরং নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে তিন ব্যক্তিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার বিকেলে ছাতক উপজেলার আওতাধীন বাইরং নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাপশ শীল।

নদীতে দীর্ঘদিন ধরে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল কোম্পানীগঞ্জ উপজেলার চাটিবহর গ্রামের ইন্তাজ আলীর পুত্র মনসুর আহমদ, একই গ্রামের মৃত আছির আলীর ছেলে আব্দুল করিম ও ছাতক উপজেলার এমদাদনগর গ্রামের আবুল লেইছের ছেলে আব্দুল জহুর খবর পেয়ে অভিযান চালায় প্রশাসন।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাপশ শীল ঘটনাস্থল থেকে তাদের বিরুদ্ধে এ অর্থ দন্ডাদেশ দেন।

এসময় থানা পুলিশসহ সরকারী লোকজন উপস্থিত ছিলেন।


সিলেটভিউ২৪ডটকম/০২ জুন ২০২০/এমএ/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.