Sylhet View 24 PRINT

দোয়ারাবাজারে মেধাবি দুইবোনের পাশে উপজেলা মানবকল্যাণ সংগঠন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৬-০৭ ০০:০৭:১৫

দোয়ারাবাজার প্রতিনিধি :: মেধাবি অথচ অর্থাভাবে পিছিয়ে পড়া দরিদ্র শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে প্রবাসে দোয়ারাবাজার উপজেলা মানব কল্যাণ সংগঠন। সংগঠনটি শুক্রবার বিকালে দোয়ারাবাজারস্থ আখড়া মার্কেটস্থ কামারপট্টির মেধাবি দুই বোনের বাবা রমজান আলীর হাতে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

ঝর্ণা ও ফাহিমা দুই বোন। এবার এক সঙ্গে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে দু’জনই। দারিদ্রতাকে হার মানিয়ে ঝর্ণা গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে।

বাবা-মাসহ শিক্ষক মন্ডলীর মুখ উজ্জল করেছে ওই দুই বোন। পড়াশোনার খরচ যোগাতে টানাপোড়ন কাটিয়ে উঠে তাদের সাফল্যে শেষমেষ কোনো বাধাই তাদের অগ্রযাত্রা দমাতে পারেনি। উচ্চশিক্ষা গ্রহণ করে নিজেদের মতো প্রতিষ্ঠিত করতে স্বপ্ন দেখছে দুই বোন। কিন্তু দারিদ্রতাই এখন তাদের স্বপ্ন পূরণে প্রধান কারণ বলে মনে করছে তারা। তাদের এ অবস্থায় স্থানীয় সাংবাদিক এনামুল কবির মুন্নার প্রচেষ্টা প্রবাসে দোয়ারাবাজার উপজেলা মানব কল্যাণ সংগঠনের পক্ষ থেকে তাদেরকে আর্থিক অনুদান প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ডা. বাচ্চু চক্রবর্তী, উপজেলা নদী ভাঙ্গন প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম, সদর ইউনিয়নের ইউপি সদস্য এরশাদুর রহমান এরশাদ, ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসাইন প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/৭ জুন ২০২০/টিআই/ডিজেএস

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.