Sylhet View 24 PRINT

সুনামগঞ্জে সুমা আক্তার আত্মহত্যা বিষয়টির সঠিক তদন্তের দাবি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৭-০৪ ২০:০৩:০০

সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের দোয়ারাবাজারে নিহত গৃহবধূ মোছা. সুমা আক্তার হত্যা না আত্মহত্যা বিষয়টির সঠিক তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন  গৃহবধূর পিতা।

শনিবার দুপুর সাড়ে ১২টায় নিহত গৃহবধূর স্বজনদের আয়োজনে সুনামগঞ্জ শহরের পৌরবিপনীতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন নিহতের স্বজন মো. ইকবাল হোসেন।

লিখিত বক্তব্যে জানানো হয়, ২০১৮ সালের ২ ফেব্রুয়ারী দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের নেতরছই গ্রামের মো. মরম আলীর ছেলে মো. সেলিম মিয়ার সাথে সুমা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তার স্বামী সেলিম মিয়া ও পরিবারের সদস্যরা যৌতুকের টাকার জন্যে নির্যাতন করে আসছিল। নির্যাতনে বাধ্য হয়ে সুমা আক্তার প্রায় সময়ই দিনমুজুর পিতার নিকট হতে টাকা এনে দিত বলে দাবি করা হয় সংবাদ সম্মেলনে। গত ১৭ই জুন ২০২০ সালে একইভাবে যৌতুকের টাকার জন্য সুমা আক্তারকে শারীরিক নির্যাতন করে সুমার স্বামী। নির্যাতনে দৃশ্যটি সুমা পরিবারকে অবহিত করে। অথচ কিছুক্ষণ পরেই সেলিম মিয়ার বাড়ি থেকে ফোন আসে সুমা আক্তার আত্মহত্যা করেছে। খবর পেয়ে তারা মেয়ের বাড়িতে গিয়ে গৃহবধূ সুমা আক্তারের লাশ মাঠিতে পড়ে থাকতে দেখেন। তার শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন ছিল বলে জানানো হয়। নিহত সুমার পরিবারের দাবি সুমাকে নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে।

ঘটনাটি হত্যা না আত্মহত্যা বিষয়টি সঠিক তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- নিহতের পিতা মো. আবুল কালাম, দাদা মো. আব্দুল শহীদ, বোন রীমা আক্তার, মো. রাজা মিয়া ও মো. জামাল উদ্দিন প্রমুখ। 

এ ব্যাপারে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ মো. আবুল হাসেম জানান, গৃহবধূ সুমা আক্তারের ঘটনায় স্বামীর বাড়ির লোকজনের অত্যাচার নির্যাতনের ঘটনায় আত্মহত্যার প্ররোচনায় তার স্বামীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এখন মেডিকেল রিপোর্টের উপর নির্ভর করবে সুমা আক্তারের ঘটনাটি হত্যা না আতহত্যা।


সিলেটভিউ২৪ডটকম/০৪ জুলাই ২০২০/এসএনএ/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.