Sylhet View 24 PRINT

ছাতকে ত্রাণ ভর্তি নৌকা নিয়ে দুই চেয়ারম্যান!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৭-০৪ ২১:০১:১৭

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি :: একদিকে মহামারি করোনা ভাইরাসের রেড জোনে সুনামগঞ্জের ছাতক উপজেলা অন্যদিকে আকস্মিক বন্যা আর ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত এ এলাকার মানুষের জনজীবন।

সেই মুহুর্তে গত চার বছর ধরে সকাল থেকে মধ্য রাত পর্যন্ত প্রাকৃতিক দূর্যোগ উপেক্ষা করে নৌকায় দূর্গত এলাকায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ বিতরণ করছেন উপজেলার জাউয়া বাজার ইউপি চেয়ারম্যান মুরাদ হোসেন ও উত্তর খুরমা ইউপি চেয়ারম্যান বিলাল আহমেদ।
তারা দুইজনই পালন করছেন উপজেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দ্বায়িত্বও। দুই ইউনিয়ন ছাড়াও তাদের নেতৃত্বে পুরো উপজেলায় যুবলীগের নেতৃবৃন্দের মাধ্যমেও অসহায়দের মধ্যে ত্রাণ সামগ্রী পৌছনো হচ্ছে করোনা মহামারির শুরু থেকেই।
করোনার এই দুঃসময়ে অনেক ইউপি চেয়ারম্যান যেখানে অনেকটা আত্মগোপন করে আছেন সেখানে জনগণের পাশে দাঁড়িয়েছেন উক্ত দুই ইউপি চেয়ারম্যান।
উত্তর খুরমা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের জামাল আহমদ জানান, করোনার সংকটে দরিদ্র মানুষ কাজে যেতে পারছেন না। এর মধ্যে বন্যায় পানিবন্দী হয়ে ঘরের জমানো খাবারও ফুরিয়ে যাচ্ছে তাদের। এই দূর্যোগে কোথাও ত্রাণ বা সাহায্যের জন্যও বাহিরে যাওয়ার সুযোগ নেই তাদের। এই সময়ে উত্তর খুরমা ইউপি চেয়ারম্যান নৌকা নিয়ে বাড়ি বাড়ি গিয়ে তাদের এসব অসহায়দের  খাদ্য সহায়তা দিচ্ছেন। 
উত্তর খুরমা ইউপি চেয়ারম্যান বিলাল আহমদ জানান, করোনার দূর্যোগ ও আকস্মিক বন্যায় ইউনিয়নের প্রায় সকল গ্রাম প্লাবিত হয়েছে। তাই পানিবন্দী অসহায়  মানুষদের যাতে খাদ্য সংকটে না পড়তে হয় সেজন্য তিনি বাড়ি বাড়ি ত্রান সহায়তার এমন ব্যবস্থা করেন। 
জাউয়াবাজার ইউপি চেয়ারম্যান মুরাদ হোসেন জানান, ইউনিয়নের অনেক ঘরবাড়ি ও রাস্তাঘাট প্লাবিত হয়েছে। অনেক গ্রামের সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তাই তাদেরকে ঘরে ঘরে খাদ্য পৌঁছে দিতে তিনি প্রতিদিনই ত্রাণ নিয়ে একেকটি গ্রামে পৌঁছান।

সিলেটভিউ২৪ডটকম/৪ জুলাই ২০২০/এমএ/এসএইচ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.