Sylhet View 24 PRINT

ছাতকে রেড ক্রিসেন্ট'র নামে প্রতারণার চেষ্টা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৭-০৬ ২১:২১:১৩

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতকে করোনার দূর্ভোগে মানুষকে সহায়তার নামে রেড ক্রিসেন্ট সোসাইটির নাম ব্যাবহার করে প্রতারণার চেষ্টা করেছে এক সংঘবদ্ধ প্রতারক চক্র।



প্রতারকরা অভিনব কৌশলে উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানসহ উপজেলার ১৩টি ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি- সাধারণ সম্পাদকদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ উঠেছে।



জানা যায়, নাজমুল ইসলাম নামের এক প্রতারক  ০১৭১৫৪১৮৩০৯ এই নাম্বার থেকে ফোন করে ছাতক উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমানকে জানায় তাদের রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে উপজেলায় হতদরিদ্রদের মধ্যে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। এজন্য প্রতি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকের পক্ষ থেকে ১০জন করে হতদরিদ্রের নাম দেওয়ার জন্য। উপজেলা চেয়ারম্যান তাদের কাছে নাম সংগ্রহ করে দেওয়ার জন্য ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দদের জানান।



পরবর্তীতে আরেকটি ফোন নাম্বার ০১৭৬৪৬৬৫০৫৯  থেকে কল দিয়ে কয়েকটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকদের জানানো হয় আরও কিছু সুযোগ আছে। প্রতি ইউনিয়ন থেকে ৪০জনকে ত্রাণ দেওয়া যাবে যদি ফরম এর জন্য জনপ্রতি ৭০০টাকা ফি দেওয়া হয়।


এজন্য তাদের একটি বিকাশ একাউন্ট নাম্বারও দেয় প্রতারক চক্র।


এসময় তাদের কথাবার্তায় অসঙ্গতি মনে হলে কালারুকা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আফতাব উদ্দিন প্রতারণার বিষয়টি বুঝতে পারেন। পরবর্তীতে তিনি সবাইকে টাকা না দেওয়ার জন্য সতর্ক করলে প্রতারকরা মোবাইল ফোন বন্ধ করে দেয়। 


এ ব্যাপারে মন্তব্য নিতে উল্লেখিত নাম্বার দুটিতে কল দিয়ে সাংবাদিক পরিচয় দিতেই ফোন কেটে দিয়ে মোবাইল বন্ধ করে প্রতারক চক্রের সদ্যসরা।


ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে এরকম প্রতারক চক্রের হাত থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।



সিলেটভিউ২৪ডটকম/৬ জুলাই ২০২০/এমএ/এসএইচ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.