Sylhet View 24 PRINT

দোয়ারাবাজারে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে ডিসি আব্দুল আহাদ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৭-০৯ ১৮:১৬:২১

দোয়ারাবাজার প্রতিনিধি :: সুনামগঞ্জের দোয়ারাবাজারে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।

বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বাংলাবাজার ইউনিয়নের ক্ষতিগ্রস্ত বালু নদীর ব্রীজ, হকনগর স্লুইস গেট, প্রস্তাবিত পেকপাড়া বিওপি ক্যাম্প ও রাস্তা, বগুলাবাজার ইউনিয়নের বগুলাবাজার বিওপি ক্যাম্প ও রাস্তা, ক্যাম্প পার্শ্ববর্তী চিলাই নদীর বেড়িবাঁধের দুটি ভাঙনসহ চিলাই নদীর উপর নবনির্মিত রাবারড্যাম পরিদর্শন করেন।

পরিদর্শনের এক পর্যায়ে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মহান স্বাধীনতা যুদ্ধের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক বাঁশতলা হকনগর শহীদ স্মৃতিসৌধ এলাকায় বৃক্ষ রোপন করেন। পাশাপাশি মুক্তিযুদ্ধে শহীদদের সমাধিস্থলও পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত এলাকার সমস্যা নিরসনে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদানসহ ক্ষতিগ্রস্ত এলাকার বিভিন্ন মানুষের খোঁজ খবর নেন।

এসময় আরও উপস্থিত ছিলেন- ২৮ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল মকসুদুল আলম, বিএডিসির এক্সিয়েন ইঞ্জিনিয়ার প্রনজিত কুমার সাহা, সহকারী প্রকৌশলী হোসাইন মোহাম্মদ খালিদুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা, ইউপি চেয়ারম্যান মাস্টার জসিম উদ্দিন রানা ও আরিফুল ইসলাম জুয়েল এবং চিলাই নদী পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক শিব্বির আকন্দ (সাব্বির) প্রমুখ ।


সিলেটভিউ২৪ডটকম/০৯ জুলাই ২০২০/টিআই/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.