Sylhet View 24 PRINT

সুনামগঞ্জে আবারও বিপদসীমার উপরে সুরমা নদীর পানি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৭-১০ ১১:৩১:১৪

সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জে আবারও বন্যার পূর্বাভাস দিয়েছে পানি উন্নয় বোর্ড। টানা বৃষ্টিপাত ও পাহাড়ী ঢলে সুরমা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে ফের সুনামগঞ্জ পৌর শহরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েগেছে। এভাবে পানি বাড়তে থাকলে দ্রুতই বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বলে জানিয়েছে জেলা পানি উন্নয়ন বোর্ড।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় জেলায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১৮৪ মিলিমিটার। সুরমা নদীর পানি বিপদসীমা ১৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃষ্টিপাত বাড়লেই দ্রুতই বাড়তে থাকবে বলে জানা যায়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে, বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র, বাপাউবো, ঢাকা এর তথ্যমতে উজানে ভারতের আসাম, মেঘালয় অঞ্চলে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে ৯ জুলাই হতে অপার মেঘনা অববাহিকায় প্রধান নদী সূমহের পানি সমতল বৃদ্ধি পেতে পারে। বৃদ্ধির এই প্রবণতা ৪/৫ দিন স্থায়ী হতে পারে এবং বর্ণিত সময়ে সুরমা-কশিয়ারা সহ মেঘনা অববাহিকার অন্যান্য নদ-নদী পানি (যাদুকাটা, সোমেশ্বরী, ভুগাই-কংস) পানি সমতল কোথাও কোথাও বিপদসীমা অতিক্রম করতে পারে এবং সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এ বিষয়ে সংশ্লষ্টি সকলকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হল। বিষয়টি জন্য গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সহিবুর রহমান জানান, নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভারতে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পেলে নদীর দুই কূল উপচে শহরের নিম্ন অঞ্চলে পানি ঢুকার আশঙ্কা

সিলেটভিউ২৪ডটকম/১০ জুলাই ২০২০/এসএনএ/ডিজেএস

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.