Sylhet View 24 PRINT

ছাতকে বন্যা কবলিত অসহায়দের মাঝে প্রবাসীদের উপহার

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৭-১৪ ১৮:০৭:০৭


সিলেট :: ছাতকে পরপর দু'বার বন্যার ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রায় লাখো মানুষ পানিবন্ধি অবস্থায় রয়েছেন। 


মঙ্গলবার করোনা সোলজার টিমের উদ্দ্যোগে ও জালালাবাদ যুব সংঘের সহযোগিতায় ছাতকের চরমহল্লা ইউনিয়নে পানিবন্ধি অসহায়াদের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। এসময় বন্যা কবলিত প্রায় ৬৫ টি পরিবারের মধ্যে শুকনো খাবার বিতরন করা হয়। এছাড়াও স্বাস্থ্য  সচেতনতার অংশ হিসেবে ওরস্যালাইন বিতরণ করা হয়।

  করোনা সোলজার টিমের প্রধান সমন্বয়ক আলীনুর আলমের পরিচালনায় উপহার সামগ্রী বিতরণে উপস্থিত  ছিলেন, ইটালি প্রবাসী আজিম উদ্দীন, সুমন দেব, মাহবুব আলী সুজাত, উসমান আহমদ এমরান, মাছুম আহমদ, আনোয়ার আলী, মিজান রহমান, জুবের মিয়া, তোফায়েল আহমদ, সুলতান আহমদ, সামসুল আহমদ, মঈনুল হোসেন, মুর্শেদ আলী, আয়নাল উদ্দীন, আদিল আলীসহ প্রমুখ। 


উপহার সামগ্রী বিতরণে অর্থ সহায়তা করেন জালালাবাদ  ডেভেলপমেন্ট কাউন্সিল  বাংলাদেশ এর সভাপতি ইসলাম উদ্দীন, যুক্তরাজ্য প্রবাসী টাওয়ার হ্যমেলটস এর সাবেক কাউন্সিলর শাহ আলম, জালালাবাদ  ডেভেলপমেন্ট  কাউন্সিল  ইউকে এর উদ্দ্যোক্তা কাপ্তান মিয়া, জালালাবাদ ডেভেলপমেন্ট  কাউন্সিলে ইউকে এর উদ্দ্যোক্তা  শামীম আলম, চরমহল্লা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপার্থী জসিম উদ্দীন, ইটালী প্রবাসী আজিম উদ্দীন, সুমন দেব, মাহবুব আলী সুজাত, জয়নাল আবেদীন, উসমান আহমদ এমরান, টুবলো দেব। 


উক্ত কার্যক্রমে অর্থ সংগ্রহে সহায়তা করেন জালালাবাদ  যুব সংঘের এডমিন অজিত দাশ। 
সিলেটভিউ২৪ডটকম/১৪ জুলাই ২০২০/প্রেবি/এসএইচ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.