Sylhet View 24 PRINT

ছাতক থানার ওসি করোনায় আক্রান্ত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৭-১৬ ০০:৫৮:৩৬

ছাতক প্রতিনিধি :: পেশাগত দ্বায়িত্ব পালন করতে গিয়ে প্রাণঘাতী সংক্রামক ব্যাধি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন সুনামগঞ্জের ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল। করোনা ভাইরাসের উপসর্গ থাকায় গত কয়েকদিন ধরেই তিনি হোম কোয়ারেন্টাইনে ছিলেন বলে জানা যায়।

বুধবার সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে তার নমুনা পরিক্ষা করে করোনা পজেটিভ শনাক্ত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ছাতকের কৈতক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোজহারুল ইসলাম।

ওসি ছাড়াও গত ২৪ঘন্টায় এ উপজেলায় আরও ৯জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে ছাতকে ২৯৫ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ২৩৫জন, সুনামগঞ্জ সিভিল সার্জন অফিসের তথ্যমতে মারা গেছেন ০৬জন।

তবে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ উপজেলার মোট ১০জন করোনা আক্রান্ত রোগী মারা গেছেন বলে জানা যায়।

ছাতক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজিব চক্রবর্তী জানান, ছাতকে করোনার সংক্রমণ দিন দিন বেড়েই চলেছে। এর কারণ হিসেবে তিনি জানান, যথাযথভাবে স্বাস্থ্যবিধি না মানায় করোনা ভাইরাসের সংক্রমণ ক্রমেই বাড়ছে। তাই সকলকে মাস্ক ব্যবহারসহ কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে উপজেলাবাসীদের প্রতি অনুরোধ জানান তিনি।

সিলেটভিউ২৪ডটকম/১৬ জুলাই ২০২০/এমএ/ডিজেএস

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.