Sylhet View 24 PRINT

জগন্নাথপুরে মাস্ক ব্যবহার না করায় জরিমানা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৮-১১ ১২:২৩:৪৩

নিজস্বপ্রতিবেদক :: মাস্ক ব্যবহার না করে জনসম্মুখে অবাধে চলাফেরা করার দায়ে সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরে ১৬ জনকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাত এই জরিমানা প্রদান করেন।

জানা যায়, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে স্বাস্হ্যবিধি ও মাস্ক ব্যবহার নিশ্চিতকরণের লক্ষ্যে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের পক্ষে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাতের নেতৃত্বে জগন্নাথপুর পৌরশহরের পৌর পয়েন্টসহ বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

এসময় মাস্ক ব্যবহার না করে অবাধে ঘুরাফেরা করায় ১৬ জনকে ১০ হাজার ৭৯০ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালতের বিচারক জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসির আরাফাত বলেন, জনগণকে মাস্ক পরিধানে সচেতন করতে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল) আইন, ২০১৮ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।এছাড়া জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করা এবং মাস্ক পরিধান করার বিষয়ে সচেতন করা হয়।



সিলেটভিউ২৪ডটকম/১১ আগস্ট ২০২০/এসএইচএস/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.