Sylhet View 24 PRINT

সুনামগঞ্জ সদরে ভাতার বহি বিতরণ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৮-১২ ১৮:৫৯:২২

সুনামগঞ্জ প্রতিনিধি: সদর উপজেলার ১৫০০ জন ভাতা ভোগীর মধ্যে বহি বিতরণ  করছেন সুনামগঞ্জ- আসনের সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ পীর ফজলুর রহমান মিসবাহ। বুধবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার পরিষদ মিলনায়তনে  বয়স্ক বিধবা স্বামী নিগৃহিতা মহিলা ও প্রতিবন্ধীদের মধ্যে ভাতার বহি বিতরণ করেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পর্যায়ক্রমে আমার নির্বাচনী এলাকায় সকল ভাতা ভোগীদের মোবাইল কার্যক্রমের আওতায় নিয়ে আসতে আমরা কাজ করছি। অচিরেই সেটি বাস্তবায়ন করা হবে। মোবাইল ব্যাংকিং বাস্তবায়ন হলে ভাতা ভোগীরা অনেক ভোগান্তি ও জটিলতা থেকে রক্ষা পাবেন। পীর মিসবাহ্ এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের  পিছিয়ে পড়া মানুষদের ভাগ্যন্নোয়নে কাজ করছেন। মাননীয় প্রধানমন্ত্রীর সফল নেতৃত্বে আমরা অচিরেই সূখী ও সমৃদ্ধ দেশে পরিণত হবে।

সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন নাহার রুমার সভাপতিত্বে  এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল হোসেন, সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক রসিদ আহম্মদ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা লিটন চন্দ্র সূত্রধর,  সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সজ্জাদুর রহমান সাজু, সাংগঠনিক সম্পাদক ফারুক মেনর, জেলা জাতীয় স্বেচ্চাসেবক পার্টির সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সাজিদ প্রমূখ।


উল্লেখ্য, এসময় বয়স্ক ৫৬৮ বিধবা ৪১৩ ও প্রতিবন্ধী ৫৬০ জন সহ মোট ১৫৪১ জন উপকারভোগীর মাঝে ভাতা বই বিতরণ করা হয়।


সিলেট ভিউ ২৪ ডটকম/ ১২ আগস্ট ২০২০/ এএনএ/পিটি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.