Sylhet View 24 PRINT

দিরাইয়ে গাছের চারা উপহার পেল ‘ভাটিবাংলা স্বেচ্ছাসেবী সংগঠন’

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৯-২১ ১৮:০১:৪৭

দিরাই প্রতিনিধি :: সুনামগঞ্জের দিরাইয়ে করোনা মহামারীতে মাসব্যাপী স্বেচ্ছায় দরিদ্র কৃষকদের ধানকাটার ফলশ্রুতিতে উপজেলা কৃষি কর্মকর্তার পক্ষথেকে গাছের চারা উপহার পেলেন ‘ভাটিবাংলা স্বেচ্ছাসেবী সংগঠন’র সদস্যরা।

সোমবার বেলা ১১টার দিকে পৌরশহরে সংগঠনের অস্থায়ী কার্যালয় প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে সদস্যদের হাতে গাছের চারা তুলে দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন- সংঘঠনের উপদেষ্টা জিয়াউর রহমান লিটন, বিদ্যুত বিহারী, সংঘঠনের সভাপতি প্রশান্ত সাগর দাস, সহ সভাপতি সুরঞ্জন পাল, সাধারণ সম্পাদক ঝুটন সুত্রধর, যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার রায় শিপলু, সাংগঠনিক সম্পাদক কৃষ্ণ সরকার, সৈকত রায়, জীবন রায় প্রমুখ।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা আবু মোহাম্মদ মনিরুজ্জামান জানান, বিগত ধানকাটার মৌসুমে করোনার প্রাদুর্ভাবে শ্রমিক সংকটে যখন কৃষকরা দিশেহারা ছিল ঠিক তখনি ভাটিবাংলা স্বেচ্ছাসেবী সংঘটনের সদস্যরা নিঃস্বার্থভাবে অসহায় কৃষকদের ধান কেটে দিয়েছিল।

তারি ফলশ্রুতিতে বিশেষ করে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপন কর্মসুচি বাস্তবায়নে তাদেরকে এই গাছের চারা উপহার দেয়া হয়েছে।


সিলেটভিউ২৪ডটকম/২১ সেপ্টেম্বর ২০২০/এইচপি/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.