Sylhet View 24 PRINT

ছাতকে পূজোকে ঘিরে সরব হচ্ছেন পৌর নির্বাচনের প্রার্থীরা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-১০-২৬ ১১:২০:৪৫

মাহবুব আলম, ছাতক প্রতিনিধি :: ছাতক পৌরসভা নির্বাচনের তপশীল এখনো ঘোষনা করা হয়নি। তবে প্রার্থীরা রয়েছেন নির্বাচনী মাঠে ব্যস্ত। নির্বাচন কমিশনের ঘোষনা অনুযায়ী ২০২১ সালের জানুয়ারীর মধ্যে ১ম দফা পৌর নির্বাচন সম্পন্ন হবে। এ লক্ষ্য নিয়েই এখানে সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

গত দুইদিন ধরে সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা দূর্গাপূজার মন্ডপ পরিদর্শনে মোটরসাইকেল শোভাযাত্রা ও মিছিল দিয়ে তাদের প্রার্থীতা জানান দিচ্ছেন।

এতে শহরজুড়ে পূজার পাশাপাশি নির্বাচনী আমেজও নিয়ে এসেছে। পূজায় আগত দর্শনার্থীদের মন জয় করতে নানান কৌশল অবলম্বন করছেন তারা।

গত শনিবার মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে এ ধারার সুচনা করের পৌরসভার প্যানেল মেয়র ও ৭নং ওয়ার্ডের কাউন্সিলর তাপশ চৌধুরী। এর পরের দিনই একই ওয়ার্ড থেকে আরেক সম্ভাব্য প্রার্থী লায়েক মিয়া ও উত্তম দাশও মোটরসাইকেল শোভাযাত্রা ও মিছিলের মাধ্যমে তাদের প্রার্থীতা জানান দেন।

এছাড়া মহিলা কাউন্সিলর তাসলিমা জান্নাত কাকলি কে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে তার নির্বাচনী এলাকার সবকয়টি মন্ডপ পরিদর্শন করতে দেখা গেছে।

এদিকে কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, সুদিপ দে, আছাব মিয়া, আখলাকুল আম্বিয়া, লিয়াকত আলী, ধন মিয়া, নওসাদ মিয়া, দিলোয়ার হোসেন, সম্ভাব্য প্রার্থী মাহবুব মিয়া, দেলোয়ার মাহমুদ জুয়েল বক্স, খায়ের উদ্দিনসহ সকল ওয়ার্ডেই সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীরা মন্ডপ পরিদর্শন অব্যাহত রেখেছেন বলে জানা গেছে।

মেয়র প্রার্থীদের মধ্যে বর্তমান মেয়র আবুল কালাম চৌধুরী পরিদর্শনসহ মন্ডপে আর্থিক অনুদানও প্রদান করেছেন।

এছাড়া সাবেক পৌর চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ মজনু, ছাতক উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রশিদা বেগম ন্যান্সি, যুবলীগ নেতা আনিসুর রহমান সুমন মন্ডপে মন্ডপে দর্শনার্থীদের সমর্থন আদায়ের চেষ্টা করছেন।

ছাতক পৌরসভা প্রতিষ্ঠার পর চারটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আসন্ন পৌর নির্বাচন হবে এ পৌরসভার ৫ম নির্বাচন। সর্বশেষ ২০১৬ সালের নির্বাচনে এ পৌরসভার ৯টি ওয়ার্ডে ভোটার সংখ্যা ছিলো প্রায় ৩১হাজার। আসন্ন নির্বাচনে ভোটার সংখ্যা ৩৪হাজারে পৌছাতে পারে বলে জানা গেছে।

সিলেটভিউ২৪ডটকম/২৬ অক্টোবর ২০২০/এমএ/মিআচৌ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.