Sylhet View 24 PRINT

টাকা আত্মসাত করায় ধর্মপাশার চামরদানী ইউপি চেয়ারম্যান বরখাস্ত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-১১-২৫ ১১:২০:১০

নিজস্ব প্রতিবেদক :  ধর্মপাশা উপজেলার চামরদানী ইউপি চেয়ারম্যান জাকিরুল আজাাদ মান্নাকে অনিয়ম ও দুর্নীতি অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসিন হাসান পলাশ বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

গত রবিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনে তাকে সাময়িকভাবে বরখাস্ত করে।

জানা যায়, ধর্মপাশা উপজেলার চামরদানী ইউপি চেয়ারম্যান জাকিরুল আজাদ মান্নার বিরুদ্ধে হোল্ডিং ট্যাক্স বাবদ ৩ লাখ ৮৮ হাজার ৮৫০ টাকা আদায় করে ৪৮ হাজার টাকা ব্যাংকে জমা করে অবশিষ্ট টাকা আত্মসাত, সরকারি ভিজিডি ও শিশু খাদ্য আত্মসাত, বেআইনীভাবে ভিজিডির কার্ডধারীদের কাছ থেকে লেবার খরচ দেখিয়ে অর্থ আদায়, ইউপি সদস্য জেল হাজতে থাকার পরও তার স্বাক্ষর জাল করে পরিষদের কার্যক্রম পরিচালনা এবং একক সিদ্ধান্তে পরিষদের বিভিন্ন কার্যক্রম পরিচালনার অভিযোগ তদন্তে প্রমাণিত হয়।

এসব অভিযোগ প্রমাণিত হওয়ায় চেয়ারম্যান জাকিরুল আজাদ মান্নাকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়।

সিলেট ভিউ ২৪ ডটকম/ ২৫ নভেম্বর ২০২০/পিটি



সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.