Sylhet View 24 PRINT

একাত্তরের কথা’র সম্পাদক ও প্রকাশকের বিরুদ্ধে আপত্তিকর বক্তব্য প্রদান করায় তাহিরপুর প্রেসক্লাবের নিন্দা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-১২-০২ ১৫:২১:২৩

তাহিরপুর প্রতিনিধি :: সিলেটের জনপ্রিয় পত্রিকা দৈনিক একাত্তরের কথা’য় সিলেট সিটি কর্পোরেশনের ২২নং ওয়ার্ড কাউন্সিলর সালেহ আহমদ সেলিমকে নিয়ে সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশের জের ধরে মঙ্গলবার (০১ ডিসেম্বর) নগরীর শাহজালাল উপশহরে মানববন্ধন ও ভিডিও বার্তায় একাত্তরের কথা’র সম্পাদক ও প্রকাশকের বিরুদ্ধে আপত্তিকর বক্তব্য প্রদান করায় তাহিরপুর প্রেসক্লাবের পক্ষ থেকে নিন্দা জানানো হয়েছে।

বুধবার (০২ ডিসেম্বর) দুপুরে এক বিবৃতিতে তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দরা এ নিন্দা জানান।

বিবৃতিতে তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দরা বলেন, সম্প্রতি একটি মানববন্ধনে ও ভিডিও সাক্ষাতকারে ব্যক্তিগত আক্রমণ করে সাংবাদিকদের চরিত্রহননের চেষ্টা করা হয়েছে। একাত্তরের কথা’র সম্পাদক ও প্রকাশকে জড়িয়ে অশ্লীল, আপত্তিকর ও অশোভন বক্তব্য সমীচীন নয়। যা মুক্ত সাংবাদিকতা ও সংবাদপত্রের স্বাধীনতার পরিপন্থি বলে আমরা মনে করি। অনাকাঙ্খিত আপত্তিকর এ বক্তব্য পরিহারের দাবি জানান  তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দরা ।

বিবৃতি দাতারা হলেন- তাহিরপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি (সমকাল) আমিনুল ইসলাম সহসভপতি (যায়যায়দিন) বাবরুল হাসান বাবলু, সাধারণ সম্পাদক ( ইত্তেফাক)  আলম সাব্বির, যুগ্ম সম্পাদক ( মানবজমিন) এম.এ রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক ( সংবাদ) কামাল হোসেন,অর্থ বিষয়ক সম্পদক ( ভোরের কাগজ)  সাজ্জাদ হোসেন শাহ, সদস্য (দেশ) আবির হাসান মানিক প্রমুখ।


সিলেটভিউ২৪ডটকম/০২ ডিসেম্বর ২০২০/এমএআর/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.