Sylhet View 24 PRINT

কেবি মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে ভোট দিয়েছেন আ.লীগের প্রার্থী নাদের

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০১-১৬ ১০:২৩:২১

সুনামগঞ্জ প্রতিনিধি  :: দ্বিতীয় ধাপে পৌরসভা নির্বাচনে সুনামগঞ্জ পৌরসভার কেবি মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে ভোট প্রদান করেছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী নাদের বখত। এদিকে  এর পাশের কেন্দ্র মল্লিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট প্রদান করেছেন বিএনপি সমর্থিত প্রার্থী মুর্শেদ আলম।

সকাল ৮ টা থেকে ভোটগ্রহণ শুরু  হয়ে চলবে বিকাল ৪ টা পর্যন্ত।  সুনামগঞ্জ ছাতক পৌরসভার ভ্যালটের মাধ্যমে ভোট শুরু হলেও প্রথম বারের মতো ইভিএম বোটিংয়ে ভোট গ্রহণ চলছে জগন্নাথপুর পৌরসভায়।
সুনামগঞ্জ পৌরসভার ৪৭ হাজার ভোটার ২৩ টি কেন্দ্রে ভোট প্রদান করছেন। তিন মেয়র প্রার্থী, ৪৯ জন কাউন্সিলর, ১৩ জন মহিলা কাউন্সিলর প্রতিদ্বিন্দ্বীতা করছেন এই পৌরসভায়।

ছাত পৌরসভায় ৩০ হাজার ৮৭ জন ভোটার ভোট দিচ্ছেন ১৯ টি কেন্দ্রে। জগন্নাথপুর পৌরসভায় ২৮ হাজার ৬৪২ হাজার ভোটার ১২ টি কেন্দ্রে ভোট প্রদান করছেন। তিন পৌরসভায় এখনও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া য়ায়নি। সুষ্ঠু অবাধ, নিরপেক্ষ  নির্বাচনের  স্বার্থে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ।

পুলিশ সুপার মিজানুর জানিয়েছেন তিন পৌরসভায় সাড়ে ৭ শত পুলিশ মোতায়েন করা হয়েছে। রয়েছে পুলিশের মোবাইল টিম, স্টাইকিং ফোর্স।  প্রতি কেন্দ্রে ৭ জন পুলিশ ও ৯ জন আনছার সদস্য দায়িত্ব পালন করছেন।  এছাড়াও রেব, বিজিবিসহ সাদা পোষাকে পুলিশের সদস্যরা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। কেউ নাশকতার চেষ্টা করলে ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন তিনি।

সিলেটভিউ২৪ডটকম/১৬ জানুয়ারি ২০২১/এসএনএ/মিআচৌ-১

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.