Sylhet View 24 PRINT

জগন্নাথপুরে মেয়র হলেন বিএনপির বিদ্রোহী প্রার্থী আক্তার

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০১-১৬ ২০:০৯:০২

সানোয়ার হাসান সুনু, জগন্নাথপুর :: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ শনিবার সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী (বিএনপির বিদ্রোহী প্রার্থী) আক্তারুজ্জামান আক্তার চামচ প্রতীকে ৮ হাজার ৩৭৮টি ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী মিজানুর রশীদ নৌকা প্রতীকে ৮ হাজার ১৮টি ভোট পেয়েছেন।
জানা গেছে, সকাল থেকেই কেন্দ্রে কেন্দ্রে নারী ও পুরুষ ভোটারদের উপচেপড়া ভিড় দেখা যায়। কোন ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি কোথাও। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এবারই এই প্রথম এ পৌরসভায় ইভিএমে ভোটগ্রহণ সম্পন্ন হয়।

সরেজমিনে ঘুরে দেখা যায়, শহরের ইকড়ছই, ভবানিপুর, যাত্রাপাশা, জগন্নাথপুর আর্দশ সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়, স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়, হবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কেশবপুর, ইসহাকপুর, লুদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন ভোটকেন্দ্রে উপচেপড়া নারী ও পুরুষ ভোটারের উপস্হিতি পরিলক্ষিত হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে তারা সারিবদ্ধ হয়ে লাইনে দাঁড়িয়ে ভোট দেন।

এদিকে জগন্নাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রসহ কয়েকটি কেন্দ্রে ইভিএমে সমস্যা তৈরি হওয়ায় অনেক ভোটার ভোগান্তির শিকার হয়েছেন। অনেকেই ভোট না দিয়ে বাড়িতে ফিরে যান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান বলেন, নির্বাচন অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। উৎসবমুখর পরিবেশে নারী-পুরুষ দল বেঁধে ভোট দিয়েছেন।

সিলেটভিউ২৪ডটকম/সুনু/আরআই-কে -১২

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.