Sylhet View 24 PRINT

ছাতকে এসে যা বললেন ক্রিকেটার আশরাফুল

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০১-১৮ ২৩:১০:১৭

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি :: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল বলেছেন, আমাদের দেশের গ্রামাঞ্চলে অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছে। তাদের মধ্যে রয়েছে অসীম প্রতিভা। যার বিকাশ ঘটাতে বেশি বেশি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করতে হবে। আর এ ধরনের টুর্নামেন্ট থেকেই বেরিয়ে আসবে আগামী দিনের অসংখ্য জাতীয় মানের ক্রিকেটার। তিনি এ জন্য ক্রিকেটারদের বেশি বেশি অনুশীলনের আহবান জানান।

সোমবার (১৮ জানুয়ারি) ছাতকের মুনস্টার ক্রিকেট ক্লাব আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় তিনি আরও বলেন, এক সময় আমাদের সন্তানরা বড় হয়ে ডাক্তার-ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখলেও এখন অনেকেই ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখে বড় হচ্ছে। আগামী প্রজন্মের এই বাসনা আমাদের ক্রিকেটের এগিয়ে যাওয়ার সুফল।

ছাতক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিনের সভাপতিত্বে ও মুনস্টার ক্রিকেট ক্লাবের সৈয়দ লোকমান আহমেদের পরিচালনায় ফাইনাল খেলার পুরষ্কার বিতরণী অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, বক্তব্য রাখেন ছাতক উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, দোয়ারাবাজার উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালেহা বেগম, দক্ষিণ খুরমা ইউপি চেয়ারম্যান আব্দুল মছব্বির, জাউয়া বাজার ইউপি চেয়ারম্যান মুরাদ হোসেন, সমাজসেবি গোলাম আজম তালুকদার নেহার প্রমুখ।

ফাইনাল খেলায় প্রথমে ব্যাট করতে নেমে বাবলু একাদশ নির্ধারিত ১৬ ওভারে ১২৪রানে অল আউট হয়। জবাবে নাইম এন্ড ফাহিম একাদশ কৈতক ৩ উইকেটে জয়লাভ করে।


সিলেটভিউ২৪ডটকম / মাহবুব / ডালিম-১১

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.