Sylhet View 24 PRINT

দোয়ারাবাজারে গৃহ ও ভূমিহীন পরিবারের কাছে ঘরের চাবি হস্তান্তর

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০১-২৩ ১৬:২৯:৪৫

দোয়ারাবাজার প্রতিনিধি :: বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে “আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার” এ শ্লোগানকে সামনে রেখে শনিবার সারাদেশে একযোগে প্রায় ৭০ হাজার ভূমি ও গৃহহীন পরিবারকে ঘর, জমি প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।

এরই ধারাবাহিকতায় শনিবার সকাল ১০টায় দোয়ারাবাজার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপজেলার ১০টি গৃহ ও ভূমিহীন পরিবারকে ঘর ও জমি প্রদান করা হয়েছে।

এসময় উপস্থিত প্রশাসনিক কর্মকর্তা ও সুধীজন এসব পরিবারকে পাকা ঘরের মালিকানা ও দলিলপত্র বুঝিয়ে দেন।

ঘর হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা, দোয়ারাবাজার থানার ওসি মোহাম্মদ নাজির আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আম্বিয়া আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজাদুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম, উপজেলা বিআরডিবি কর্মকর্তা শাহীন আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পঞ্চানন কুমার সানা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম বীরপ্রতীক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সফর আলী, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বারী, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল খালেক, উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি তাজির উদ্দিন মেম্বার, দোয়ারাবাজার সরকারি ডিগ্রী কলেজের প্রভাষক শের মাহমুদ ভূঁইয়া, উপজেলা পরিষদের সিএ সফিক রহমান, উপজেলা ভূমি অফিসের কানুনগো পেয়ার আহমেদ, দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিব এনামুল কবির মুন্নাসহ বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা।

উল্লেখ্য, উপজেলার ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য বরাদ্দকৃত ২৬০টি ঘরের মধ্যে ১০টি ঘর আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করা হয়েছে। প্রস্তুতকৃত আরো ৬০টি ঘর হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছে। বাকিগুলোর কাজ চলমান রয়েছে।   


সিলেটভিউ২৪ডটকম/টিআই/এসডি-৬

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.