Sylhet View 24 PRINT

সুনামগঞ্জে জেলে হত্যার প্রতিবাদে মানববন্ধন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০১-২৪ ১৫:৩২:১৭

সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের ধর্মপাশার উপজেলায় সুনই গ্রামের জেলে সম্প্রদায়ের শ্যামাচরণ বর্মণ হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুর ১২ টায় শহরের আলফাত উদ্দিন স্কয়ারে এই মানববন্ধনের আয়োজন করেন ক্ষত্রিয় বর্মণ সম্প্রদায় এর ইতিহাস অনুশীলন কল্যাণ পরিষদ নামের একটি সংগঠন।

মানববন্ধনে বক্তারা শ্যামাচরণ হত্যার বর্বরোচিত হত্যাকান্ড আখ্যায়িত করে তদন্তের মাধ্যমে হত্যাকারীদের সনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা।

মানববন্ধনে অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন- সংগঠনের  কেন্দ্রীয় সভাপতি ভবতোষ রায় বর্মণ, সাধারণ সম্পাদক  বীরলাল বর্মন, মধ্য নগর আওয়ামী লীগ নেতা সঞ্জিব তালুকদার টিটু, ক্ষুত্রিয় সম্প্রদায়ের নেতা সুধীর বর্মণ, নিহত শ্যামাচরণ বর্মণেন ছেলে চন্দন বর্মন প্রমুখ।

পরে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

উল্লেখ, গত ৭ জানুয়ারি রাতে ধর্মপাশা উপজেলার একটি জলমহালে শ্যামচরণ বর্মণকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।



সিলেটভিউ২৪ডটকম/এসএনএ/এসডি-৭

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.