Sylhet View 24 PRINT

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ, গুলিতে নিহত এক

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৩-০৬ ২০:১৭:২০

(প্রতীকি ছবি)

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি :: সুনামগঞ্জের বনগাও সীমান্তে বিজিবির সঙ্গে গরু চোরাকারবারিদের সংর্ঘষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিজিবির গুলিতে এক গরু চোরাকারবারি নিহত হয়েছে এবং চোরকারবারীদের দা এর কুপে বিজিবির এক সদস্য গুরুতর আহত হয়েছে। শনিবার (৬  মার্চ) দুপুরে রঙ্গাচর ইউনিয়নের বনগাও সাংবাদিক টিলাতে এ ঘটনাটি ঘটেছে।

বিজিবি ও স্হানীয় সূত্রে জানা যায়, বনগাও সীমান্তের সাংবাদিক নামক টিলা দিয়ে ওপার থেকে ৩০টি ভারতীয় গরু নিয়ে আসার পথে বিজিবির একটি টহলদল গরুগুলো আটক করে। এক পর্যায়ে বিজিবির কাছ থেকে গরুগুলো চিনিয়ে নিতে দা দিয়ে কুপ দিয়ে লেন্স নায়েক মারমাকে গুরুতর আহত করে। পরে বিজিবি আত্মরক্ষায় ২ রাউন্ড গুলি করলে এক রাউন্ড উপরে দিয়ে চলে যায় এবং অপর রাউন্ড গুলি গরু চোরাকারবারি ‌রঙ্গাচর ইউনিয়নের ইসলামপুর গ্রামের কামাল মিয়ার (৩৫) পায়ের মধ্যে গুলিবিদ্ধ হয়। পরে স্হানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মাকসুদুল আলম বিষয়টি নিশ্চিত নিশ্চিত করে জানান, চোরাই পথে ওপার থেকে ৩০টি গরু নিয়ে আসার সময় বিজিবি আটক করলে চোরাকারবারীদের সঙ্গে হয় সংঘর্ষ হয় । এতে বিজিবির এক সদস্য দা এর কুপে মারাত্মক আহত হয়েছ এবং চোরাকারবারি কামাল হোসেন নামে একজন গুলিবিদ্ধ হয়েছে। শুনেছি তাকে স্হানীয়রা হাসপাতালে নিয়ে গেছে। তিনি বলেন, চোরাকারবারিদের বিরোদ্ধ আহনগত ব্যবস্হা নেয়া হবে।

সিলেট এমজি ওসমানী মেডিকেল ও কলেজ হাসপাতালের পুলিশ ফাড়ির ইনচার্জ মো. মানিক মিয়া মৃত্যুর  বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ ময়না তদন্তের জন্য রাখা হয়েছে। সে হাসপাতালে আসার পূর্বে পথেই মারা গেছে ।


সিলেটভিউ২৪ডটকম / প্রতিনিধি / ডালিম-১১

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.