Sylhet View 24 PRINT

ঘূর্ণিঝড়ে ভেঙেছে ১১টি বৈদ্যুতিক খুঁটি, কয়েকটি গ্রাম লন্ডভন্ড

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৪-১১ ১৫:৩৫:৩৬

সুনামগঞ্জ প্রতিনিধি :: রোববার (১১ এপ্রিল) ভোর ৫টায় ঘূর্ণিঝড়ের কবলে একই সড়কে ১১টি বৈদ্যুতিক খুঁটির ভেঙে সুনামগঞ্জ থেকে সাচনাবাজারে যানচলাচল বন্ধ রয়েছে।

রোবববার ভোর রাতে  সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের উপর দিয়ে ঘূর্ণিঝড় বয়ে গেলে এ ঘটনা ঘটে। এছাড়াও ঘূর্ণিঝড়ের  কবলে ঘরবাড়ি ও গাছপালা লন্ডভন্ড হওয়ার খবর পাওয়া গেছে।

খুঁটি অপশাসরন ও বৈদ্যুতিক লাইন মেরামতের কাজ করতে কাজ করছে পল্লী বিদ্যুৎ বিভাগের শতাধিক শ্রমিক। দ্রুত সময়ের মধ্যে সড়ক থেকে খুঁটি অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করা হবে বলে জানিয়েছে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।

ঘূর্ণিঝড়ে খুঁটি ভেঙে পড়ায় সুনামগঞ্জ সদর উপজেলার বড়ঘাট, জগাইরগাঁও, পুরাতন লক্ষনশ্রী, কুতুবপুর, রাধানগর এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। বিদ্যুতের অভাবে বিড়ম্ভনায় পড়েছেন হাজারো পরিবার। বৈদ্যুতিক লাইনের অনেক খুটি ভেঙ্গে যাওয়া বিদ্যুৎ সেবা পাওয়া নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন তারা।  

দ্রুত সময়ে বৈদ্যুতিক লাইন মেরামত করে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জিএম অকিল কুমার শাহা বলেন, শক্তিশালী  ঘূর্ণিঝড়ের একই সড়কের ১২ খুঁটি ভেঙে পড়ে গেছে। খুঁটি অপসারণ ও বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করতে প্রায় ১ শ শ্রমিক কাজ করছে। আশা করছি দ্রুতই যান চলাচল স্বাভাবিক করে বিদ্যুৎ সংযোগ দেয়া যাবে।


সিলেটভিউ২৪ডটকম / ১১ এপ্রিল, ২০২১ / শহীদনূর / ডালিম

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.