Sylhet View 24 PRINT

ছাতকে ২১ লক্ষ টাকা সরকারী সহায়তা পেলেন ৪২ জন দূরারোগ্য রোগী

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৪-১৩ ০০:১৬:২২

ছাতক প্রতিনিধি :: ছাতকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৪২ জন ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোক, প্যারালাইজড ও জন্মগত হৃদরোগ থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের মধ্যে চেক হস্তান্তর করা হয়েছে।

এসব রোগীকে চিকিৎসার জন্য ৫০ হাজার করে ২১ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

সোমবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে রোগীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে এসব টাকার চেক বিতরণ করেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।

সমাজসেবা কর্মকর্তা শাহ শফিউর রহমানের পরিচালনায় চেক বিতরণী সভায় তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বাধীন সরকার আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। দেশের বিপুলসংখ্যক মানুষকে বয়স্ক, বিধবা, দুগ্ধ ও পঙ্গু ভাতা দেয়া হচ্ছে। আওয়ামীলীগ সরকার জাতির সূর্যসন্তান মুক্তিযোদ্ধাদেরও ভাতা বৃদ্ধি করে সম্মানজনক অবস্থানে নিয়ে এসেছে। বিভিন্ন দূর্যোগ-দূর্বিপাকে এবং চিকিৎসার জন্য অসহায় রোগীদের সরকারি আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে।

রোগীদের টাকার চেক বিতরণ অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) তাপস শীল, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) বিল্লাল হোসেন, ডা.রাজীব চক্রবর্তী,

ছাতক থানার ওসি মোঃ নাজিম উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কেএম মাহবুব রহমান, ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদ, আখলাকুর রহমান, আব্দুল মছব্বির, দেওয়ান পীর আব্দুল খালেক রাজা, বিল্লাল আহমদ, মোজাহিদ আলী, সাইফুল ইসলাম সহ জনপ্রতিনিধি ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সিলেটভিউ২৪ডটকম/ডিজেএস-২

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.