Sylhet View 24 PRINT

দোয়ারাবাজারে রাস্তা পেয়ে খুশি ২ শ’ পরিবার

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৪-১৩ ১৭:৩২:৪৭

তাজুল ইসলাম, দোয়ারাবাজার (সুনামগঞ্জ) :: 'সামন্য বৃষ্টিতেই জলাবদ্ধতা লেগে থাকায় চলাচলের রাস্তাই থাকেনা। বর্ষাকালে কখনো সাঁতরে বা বাঁশের সাঁকোই ছিল একমাত্র ভরসা। অধ্যয়ণরত কোমলমতি শিশুরা তখন সারাক্ষণ ঘরবন্দি থাকতো। তখন গ্রামের খেটে খাওয়া দিনমজুর নারী-পুরুষরা জীবিকার তাগিদে পানিতে ভিজে কাঁদামাটি মাড়িয়ে কাজের সন্ধানে বের হতেন। শুধুমাত্র শুকনো মৌসুম ছাড়া বছরজুড়েই একই অবস্থা বিরাজমান ছিল। আর আমাদের এসব ভোগান্তি লাঘবের কথা কেউই ভাবেনি। দীর্ঘকাল প্রতীক্ষার পর এখন আমাদের চলাফেরার সুযোগ হয়েছে। বর্ষাকালেও পানি ও কাঁদামাটি মাড়াতে হবেনা আর।'

দীর্ঘ ৫০ বছর পর গ্রামের সংযোগ রাস্তা পেয়ে আনন্দ আর আবেগ আপ্লুতে সাংবাদিকদের সাথে এভাবেই কথাগুলো বলছিলেন সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের নূরপুর গ্রামের বাসিন্দা ব্যবসায়ী নাসির উদ্দিন, আব্দুল হান্নান, মিনার উদ্দিন, গৃহিণী রহিবুন্নেছা, রাবেয়া খাতুন, শিক্ষার্থী রহিম উদ্দিনসহ এলাকার অনেকেই। তাদের ভাষ্যমতে এমপির টিআর বরাদ্দ শুধু অপচয়ই হয়না, এর কাজও হয়। সম্প্রতি সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সহসভাপতি মুহিবুর রহমান মানিকের দেওয়া টিআর বরাদ্দে রাস্তা পেয়ে বেজায় খুশি হয়েছেন নূরপুরসহ আশপাশ গ্রামের বাসিন্দারা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, নুরপর গ্রামের নাসির উদ্দিনের বাড়ি হতে প্রধান সড়ক, আব্দুল হাসিমের বাড়ি হতে পিয়ারা মিয়ার বাড়ি এবং আলাউদ্দিন মিয়ার বাড়ি হতে আব্দুল হান্নানের বাড়ি পর্যন্ত সংযোগ সড়কের কাজ সম্পন্ন হয়েছে। শুধু নূরপুরই নয়, একই বরাদ্দে পার্শ্ববর্তী নন্দীগ্রামের আব্দুল মজিদের বাড়ি হতে আব্দুল হাসিমের পুকুরপাড়, তাজ উদ্দিনের বাড়ি হতে গ্রামের প্রধান সড়ক এবং নন্দীগ্রাম-সিরাজনগরের এমরাজ মিয়ার বাড়ি হতে গ্রামের প্রধান সড়ক পর্যন্ত সংযোগ সড়কের নির্মাণ কাজ চলমান রয়েছে। এতে দুই শতাধিক পরিবার বর্ষাকালে পানিবন্দি থেকে রেহাই পাবে। বছরজুড়ে যাতায়াতেরও সুবিধা পাবে তারা।

প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি আব্দুর রউফ জানান, স্থানীয় জনপ্রতিনিধিদের উদাসীনতার কারণে অর্ধ শতাব্দি ধরে গ্রামের বিভিন্ন পাড়ার মানুষজন চলাচলের কোনো রাস্তা পায়নি। কৃতজ্ঞতা জানাই আমাদের জনবান্ধব সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক মহোদয়কে। সম্প্রতি গ্রামবাসী রাস্তার চাহিদা (দাবি)জানালে গ্রামের সাধারণ মানুষের চলাচলের দুর্দশা নিরসনে এমপি মহোদয় টিআর বরাদ্দ দেওয়ায় সংযোগ সড়কগুলোর নির্মাণকাজ দ্রুত সম্পন্ন হচ্ছে। খুব শিগগিই সম্পন্ন হবে। তখন ওই এলাকায় আর পানি ও কাঁদামাটি মাড়ানোসহ বাঁশের সাঁকোর যুগের অবসান ঘটবে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আম্বিয়া আহমদ জানান, আমি খোঁজ নিয়েছি। অল্প সময়ে আমাদের প্রত্যাশার চেয়ে ভালো কাজ হয়েছে।


সিলেটভিউ২৪ডটকম / ১৩ এপ্রিল, ২০২১ / তাজুল / ডালিম

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.