Sylhet View 24 PRINT

জাউয়া নয়, দক্ষিণ ছাতকেই পৃথক উপজেলা চান পরিকল্পনা মন্ত্রী

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৫-০৮ ১২:৪৭:৩৯

ছাতক প্রতিনিধি:: নানা জল্পনা কল্পনা শেষে জাউয়া বাজার নয় ছাতক উপজেলাকে পৃথক করে ছাতক ও দক্ষিণ ছাতক উপজেলায় উন্নীতকরণের প্রক্রিয়া শুরু হয়েছে।

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের একটি আধা-সরকারি পত্রের সুত্রে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মমতাজ বেগম এক পত্রে এ বিষয়ে প্রতিবেদন প্রেরণের জন্য নির্দেশনা দিয়েছেন।

এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পক্ষে বিপক্ষে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। জাউয়া বাজার উপজেলার পক্ষে যারা ছিলেন তাদের মধ্যে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

এদিকে দক্ষিণ ছাতক উপজেলার পক্ষে যারা ছিলেন তারাও স্থান নির্ধারণ নিয়ে দৌড়ঝাঁপ শুরু করেছেন।

এ ব্যাপারে জাউয়া বাজার উপজেলা বাস্তবায়ন পরিষদের সদস্য সচিব মিশবাউজ্জামান শিলু জানান, বর্তমানে করোনা পরিস্থিতি বিবেচনায় কোনো পদক্ষেপ নেয়া হচ্ছে না। লকডাউন পরে এব্যাপারে আন্দোলনের উদ্যোগ নেয়া হবে।



সিলেট ভিউ ২৪ ডটকম/মাহবুব/পিটি


সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.