Sylhet View 24 PRINT

সুনামগঞ্জে প্রতারক চক্রের ৩ সদস্য আটক

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৫-২৬ ১৮:২৮:৩২

সুনামগঞ্জ প্রতিনিধি :: প্রায় বছর খানেক ধরে স্বামী স্ত্রীসহ একটি চক্র বিভিন্ন মানুষের সিম কার্ড ব্যবহার করে কৌশলে বিকাশের মাধ্যমে প্রতারণা করে আসছিলো।

আনুমানিক ৮ থেকে ১০ লক্ষ টাকা প্রতারক এই প্রতারক চক্র হাতিয়েও নিয়েছে।

এই অভিযোগের প্রেক্ষিতে ২৬ মে দিবাগত রাতে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় হবিবপুর ইউনিয়ন থেকে এই চক্রের তিন জনকে আটক করেছে র‌্যাব ৯ এর একটি দল।

র‌্যাব- ৯ সিপিসি ৩ কোম্পানি কমান্ডার সিঞ্চন আহমেদ এর দিক নির্দেশনায় ও সার্বিক তত্ত্বাবধানে র‌্যাব সদস্য গণ অনুসন্ধান চালিয়ে উপজেলার হবিবপুর গ্রামের মৃত তহিরুললাহর পুত্র হানিফ আহমেদ (৩৮) তার স্ত্রী পারভীন বেগম( ৩৭) ও আব্দুল সামাদের পুত্র ময়নুল হককে একই গ্রামের সাহাদুলের বাড়ি থেকে আটক করে। তাদের কাছ থেকে নগদ প্রতারণার ১ লক্ষ ৩৫ হাজার ৬০০টাকা উদ্ধার করেন। এছাড়াও একটি টেলিফোন, ১২টি মোবাইল, বিভিন্ন ধরনের ক্যাবল, চার্জার বিভিন্ন ব্যাংকের চেক বই ও এটিএম কার্ড উদ্ধার করেন। আটককৃত দের জিজ্ঞাসাবাদ করলে তারা বিভিন্ন মানুষের সাথে প্রতারণার কথা স্বীকার করে।

বুধবার দুপুরে সুনামগঞ্জ র‌্যাব ৯ এর অধীন সিপিসি ৩ কার্যালয়ে এক প্রেস ব্রিফিং কালে সিনিয়র এ এসপি মোহাম্মদ আব্দুল্লাহ এসব জানান।



সিলেটভিউ২৪ডটকম/এসএনএ/এসডি-১২

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.