Sylhet View 24 PRINT

গ্রামে এসে নৌকা নিয়ে ঘুরলেন পরিকল্পনামন্ত্রী

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৫-২৭ ২০:৫১:২৭

সিলেটুভিউ ডেস্ক :: চারদিকে অন্ধকার। কিছুই সেভাবে দেখা যাচ্ছে না। আর এমন অন্ধকারে দক্ষিণ সুনামগঞ্জে নিজের গ্রামের বাড়ির পেছনের নদীতে একাই নৌকা নিয়ে ঘুরলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

এ ঘটনা গতকাল বুধবার রাতের। একইভাবে আজ বৃহস্পতিবার বিকালেও পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান দক্ষিণ সুনামগঞ্জের নিজ বাড়ির হিজলের আঙ্গিনায় নাইন্দা নদীতে নিজে নৌকায় চালিয়ে ঘুরে বেরান।

মন্ত্রীর নৌকা চালিয়ে ঘুরার ছবি ও ভিডিও তাঁর ঘনিষ্ঠরা ফেসবুকে ছাড়লে সেগুলো ছড়িয়ে পড়ে।

একটি ছবি পোস্ট করে মন্ত্রীর ব্যক্তিগত সহকারী জুয়েল আহমদ লিখেন, সুনামগঞ্জ জেলার আলোকিত ভালো লাগার ও ভালবাসার মানুষ প্রিয় নেতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি।

জানা গেছে, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বৃহস্পতিবার ও শুক্রবার নিজ নির্বাচনী এলাকা দক্ষিণ সুনামগঞ্জ ও জগন্নাথপুরে বিভিন্ন কর্মসূচিতে যোগ দেয়ার জন্য বুধবার সুনামগঞ্জে আসেন।

সিলেটভিউ২৪ডটকম/ডিজেএস-৭

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.