আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে উন্নয়ন ও সমৃদ্ধি এসেছে: মিসবাহ উদ্দিন সিরাজ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৭-১৮ ১০:৪৩:৩৫

যুক্তরাজ্য :: বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে উন্নয়ন ও সমৃদ্ধি এসেছে, এই অগ্রযাত্রা অভ্যাহত রেখে একটি উন্নত সমৃদ্ধি বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। 

তিনি মঙ্গলবার যুক্তরাজ্য আওয়ামীলীগের উদ্যোগে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের সমর্থনে এক নির্বাচনী সভায় প্রধান  অতিথির বক্তৃতায় একথাগুলো বলেন।

যুক্তরাজ্যে আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় তিনি বলেন, শেখ হাসিনার নৌকা মার্কার প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের পক্ষে গনজোয়ার সৃস্টি করতে যুক্তরাজ্য  প্রবাসীদের দেশে গিয়ে কাজ  করার অনুরোধ জানান। তিনি  শেখ হাসিনার সরকারের উন্নয়নের বিভিন্ন চিত্র তুলে ধরে বলেন, শেখ হাসিনাকে উন্নয়ন ও সমৃদ্ধির প্রতিক হিসেবে অভিহিত করে প্রবাসীদের শেখ হাসিনার সরকারকে সমর্থন করার আহবান জানান।

সভায় অন্যানের মধ্যে বক্তৃতা করেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সহসভাপতি হরমুজ আলী, যুগ্ম সাধারন সম্পাদক নইম উদ্দিন রিয়াজ, প্রচার সম্পাদক মশুক ইবনে আনিছ, দপ্তর সম্পাদক শাহ শামীম আহমদ, প্রবাস কল্যান সম্পাদক আনছারুল হক, জনসংযোগ সম্পাদক রবীন পাল, শিল্প ও বানিজ্য সম্পাদক আসম মিসবাহ, মানবাধিকার সম্পাদক সারব আলী, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক খছরুজ্জামান খছরু, ধর্ম সম্পাদক সৈয়দ ছুরুক মিয়া, মহিলা সম্পাদিকা মেহের নিগার চৌধুরী, সহ প্রচার সম্পাদক লুতফুর রহমান ছায়াদ, শামসুল হক বেলাল, কামাল হাসান, আলতাফুর রহমান মোজাহিদ, কয়েছ চৌধুরী, জামাল খান, আব্দুল হান্নান, আজিজুল হক, নাজিম উদ্দিন, আব্দুল কাদির মুরাদ, জুবায়ের আহমদ মাহমদ আলী, বাবুল খান, আমিনুল হক জিলু, সৈয়দ সাদেক, আফসার খান সাদেক,  আনোয়ারুল ইসলামএম এ সালাম, এম  এ আলী, ছিজিল মিযা, আশিকুল ইসলাম আশিক, নাসির উদ্দন, মতব্বির আলী চুনু, তামিম আহমদ,আব্দুল  আহাদ, দেলওয়ার হোসেন, আংগুর মিয়া, কয়েছ চৌধুরী, আব্দুল হান্নান, মোহাম্মদ আহসান, কামরুল ইসলাম, কাজী মাসুম প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/১৮ জুলাই ২০১৮/প্রেবি/ আআ

@

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক যুক্তরাজ্য খবর

  •   ফিলিস্তিনে হামলার প্রতিবাদে ব্রিটেনে বিক্ষোভ
  •   রোজিনা ইসলামের মুক্তির দাবিতে ইউরোপের ১১ দেশের প্রবাসী নাগরিক সমাজের বিবৃতি
  •   রয়েল টাইগার স্পোর্টস ক্লাবের স্পনসরশিপের এগ্রিমেন্ট স্বাক্ষর অনুষ্ঠিত
  •   টাওয়ার হ্যামলেটসের আবারো স্পিকার হলেন বাংলাদেশি বংশোদ্ভূত আহবাব
  •   যুক্তরাজ্যের নর্থাম্পটনে পাঁচ বাঙালি কাউন্সিলর নির্বাচিত
  •   সাংবাদিক রোজিনা ইসলামের নি:শ্বর্ত মুক্তির দাবীতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের মানবন্ধন
  •   রো‌জিনার মু‌ক্তির দাবী‌তে লন্ড‌নে সাংবা‌দিক‌রা রাজপ‌থে
  •   ইসরায়েলের হামলার প্রতিবাদে ব্রিটেনের নর্থাম্পটনে বিক্ষোভ
  •   ২২দিনে দৌঁড়ে লন্ডনে পৌঁছালেন আফরোজ মিয়া
  •   ৩১৩ কিলোমিটার দৌড়ে ৮ মে লন্ডন পৌঁছাবেন সিলেটের আফরোজ মিয়া