Sylhet View 24 PRINT

‌ব্রি‌টে‌নে অন্য দেশের সম্পদের হিসাব দা‌খি‌লে ডেটলাইন ঘোষণা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৮-১৮ ১৮:২৭:৫৫

মুন‌জের আহমদ চৌধুরী, যুক্তরাজ্য :: ব্রি‌টে‌নের সকল বা‌সিন্দা‌দের আগামী ৩০ শে সে‌প্টেম্ব‌রের ম‌ধ্যে বি‌দে‌শে আয় ও মুনাফার হিসাব দা‌খিল কর‌তে বলা হ‌য়ে‌ছে।

‌রি‌কোয়ার‌মেন্ট টু কা‌রেক্ট না‌মের নতুন নী‌তিমালার আওতায় সম্পদ, ব্যাংক একাউন্ট, শিল্পকলা সহ সব ধর‌নের উৎস থে‌কে অন্য দেশ থে‌কে আসা আ‌য়ের হিসাব দা‌খিল বাধ্যতামূলক ক‌রে‌ছে এইচএমআ‌রসি।

উল্লেখ্য, নতুন এ বি‌ধিমালার আওতায় আস‌বেন বিপুল সংখ্যক ব্রি‌টিশ ও প্রবাসী বাংলা‌দেশী। যাদের বাংলা‌দে‌শ সহ ব্রি‌টে‌নের বাই‌রে সম্পদের মা‌লিকানা র‌য়ে‌ছে।

‌ব্রি‌টিশ করদাতা‌দের ম‌ধ্যে যারা দে‌শের বাই‌রে ঘর ভাড়া, আয় এক দেশ থে‌কে অন্য দে‌শে হস্তান্তর ক‌রেন তারা নতুন নিয়‌মে টেক্স বি‌লের মু‌খোমু‌খি হ‌বেন।

‌ব্রি‌টে‌নের ফাই‌ন্সে‌নিয়াল সে‌ক্রেটারী মেল ষ্ট্রেইড এম‌পি ব‌লেছেন, ২০১০ সাল থে‌কে আমরা সরকারী প‌রি‌সেবার ব্যায় নির্বা‌হে ট্যাক্স আদা‌য়ে আরো কার্যকর ব্যবস্থা নি‌য়ে‌ছি‌। নতুন নী‌তিমালায় যারা বি‌দে‌শের অআয় ও সম্প‌দের হিসাব দা‌খিল কর‌বেন না, তা‌দের বড় জ‌রিমানার মু‌খোমু‌খি হ‌তে হ‌বে।

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.