Sylhet View 24 PRINT

বৃটেনের কার্ডিফ শহরে পবিত্র ঈদ-উল আজহা উদযাপন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৮-২১ ২২:১২:৩৭

সিলেটভিউ ডেস্ক :: বৃটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরে মুসলিম কমিউনিটিদের মধ্যে বিপুল উৎসাহ  উদ্দীপনা ও যথাযোগ্য মর্যাদায় আর ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে পবিত্র ঈদ-উল আজহা পালিত হচ্ছে। 

কার্ডিফের ঐতিহ্যবাহী শাহ্‌ জালাল মসজিদ অ্যান্ড ইসলামিক কালচারাল সেন্টারে হাজার ও  লোকের উপস্থিতিতে ঈদ-উল-আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হয়।

সকাল ৮টায় অনুষ্ঠিত ১ম জামাতে ইমামতি করেন মসজিদের খতীব ও ইমাম হাফিজ মাওলানা বদরুল হক ও ৯.৩০ মিনিটের ২য় জামাতের নামাজ আাদায় করান কারি শাহ তসলিম আলী।

মসজিদের চেয়ারম্যান ও সেক্রেটারিসহ দায়িত্বশীল নেতৃবৃন্দ সবাইকে ঈদ-উল আজহার শুভেচ্ছা জানিয়ে মসজিদ প্রতিষ্ঠাকাল থেকে আজবধি যারা অর্থ সময় ও শ্রম দিয়ে অক্লান্ত পরিশ্রম করেছেন তাদেরকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।

আখেরি মোনাজাতে  দোয়ার মাধ্যমে মুসলিম উম্মার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

সিলেটভিউ২৪ডটকম/১৯ আগস্ট ২০১৮/পিডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.