আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

লন্ডনে বাংলাদেশ বইমেলা সফলভাবে সম্পন্ন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৯-২৫ ১০:৫৪:১৩

সিলেটভিউ ডেস্ক :: লন্ডনে অনুষ্ঠিত হলো জমজমাট ৮ম বাংলাদেশ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব ২০১৮। ২৩ এবং ২৪ সেপ্টেম্বর দুই দিনব্যাপী বইমেলার আয়োজন করে সম্মিলিত সাংস্কৃতিক পরিষদ ইউকে।

পূর্বলন্ডনের ব্রাডি আর্ট সেন্টারে অনুষ্ঠিত উৎসবের উদ্বোধন করেন খ্যাতিমান লেখক কলামিস্ট জনাব আব্দুল গাফফার চৌধুরী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি আসাদ মান্নান। বিশেষ অতিথি ছিলেন ড. মাহমুদ শাহ কোরেশী,কানাডা থেকে আগত কবি সাইফুল্লাহ মাহমুদ দুলাল, প্রকাশক ওসমান গনি, নাজমা মান্নান, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ শরীফ, লন্ডন বাংলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ নাহাস পাশা এবং টাওয়ার হ্যামলেট কাউন্সিলের স্পিকার জনাব আয়াস মিয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক ইসহাক কাজল, নজরুল ইসলাম বাসন, কানাডা প্রবাসী কবি আঞ্জুমান রোজি, সাংবাদিক সৈয়দ আনাস পাশা।

বইমেলায় অংশ নেন বাংলাদেশের আগামী প্রকাশনীর ওসমান গনি, অনিন্দ প্রকাশনের আফজাল হোসেন, উৎস প্রকাশনীর মোস্তফা সেলিম, ইত্যাদি গ্রন্থ প্রকাশের আদিত্য অনিক, নালন্দা রহমান জুয়েল এবং দেশবিদেশের প্রায় ২০টি প্রকাশনী সংস্থা।

আলোচনা, কবিতা, ছড়া, গান ও বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনে অনুষ্ঠানটি বেশ জমজমাট ও প্রানবন্ত হয়ে ওঠে। কবি স্মৃতি আজাদ ও ছড়াকার রেজোয়ান মারুফ ছিলেন অনুষ্ঠান সঞ্চালনায়।

সংগঠনের সভাপতি গবেষক ফারুক আহমেদ ও সাধারণ সম্পাদক কবি ইকবাল বুলবুল অনুষ্ঠান সফল করায় কমিউনিটির সর্বস্তরের জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

সিলেটভিউ২৪ডটকম/২৫সেপ্টেম্বর২০১৮/ডেস্ক/এমইউএ

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক যুক্তরাজ্য খবর

  •   ফিলিস্তিনে হামলার প্রতিবাদে ব্রিটেনে বিক্ষোভ
  •   রোজিনা ইসলামের মুক্তির দাবিতে ইউরোপের ১১ দেশের প্রবাসী নাগরিক সমাজের বিবৃতি
  •   রয়েল টাইগার স্পোর্টস ক্লাবের স্পনসরশিপের এগ্রিমেন্ট স্বাক্ষর অনুষ্ঠিত
  •   টাওয়ার হ্যামলেটসের আবারো স্পিকার হলেন বাংলাদেশি বংশোদ্ভূত আহবাব
  •   যুক্তরাজ্যের নর্থাম্পটনে পাঁচ বাঙালি কাউন্সিলর নির্বাচিত
  •   সাংবাদিক রোজিনা ইসলামের নি:শ্বর্ত মুক্তির দাবীতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের মানবন্ধন
  •   রো‌জিনার মু‌ক্তির দাবী‌তে লন্ড‌নে সাংবা‌দিক‌রা রাজপ‌থে
  •   ইসরায়েলের হামলার প্রতিবাদে ব্রিটেনের নর্থাম্পটনে বিক্ষোভ
  •   ২২দিনে দৌঁড়ে লন্ডনে পৌঁছালেন আফরোজ মিয়া
  •   ৩১৩ কিলোমিটার দৌড়ে ৮ মে লন্ডন পৌঁছাবেন সিলেটের আফরোজ মিয়া