আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

লন্ড‌নে অচেতন ক‌রে যৌন নির্যাতন, দুই বাঙ্গালী‌ তরু‌ণের কারাদন্ড

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১০-১৫ ০০:৪২:৫২

লন্ডন প্র‌তি‌নি‌ধি :: লন্ড‌নে ২১ বছ‌রের তরুণীর পানীয়‌তে ‌নেশা মি‌শি‌য়ে তা‌কে অচেতন অবস্থায় ধর্ষ‌ন ও যৌন হয়রা‌নির দা‌য়ে দুই ব্রি‌টিশ বাংলা‌দেশী তরুণকে মোট ২৪ বছ‌রের কারাদন্ড দি‌য়ে‌ছে আদালত। দ‌ন্ডিতরা হ‌লেন মিজাদ মিয়া ও বেলাল আহ‌মেদ। তা‌দের উভ‌য়ের বয়স ২৪ বছর। পুর্ব লন্ড‌নের বাঙ্গালী পাড়া টাওয়‌ার হ্যাম‌লেট‌সের বেথনাল গ্রীন এলাকায় এ ঘটনা ঘ‌টে।

‌স্নেয়ার্স‌ব্রোক ক্রাউন কোর্ট গত শুক্রব‌ার ১২ অক্টোবর এ রায় দেন।

আদালত সুত্র মামলার বা‌দির উদ্বৃ‌তি দি‌য়ে জানায়, মিজাদ মিয়ার পর ‌বেলাল আহ‌মেদ তরুনী‌কে যৌন নির্যাতন চালায়। তরুনী‌টি এ সময় তার পানীয়‌তে নেশাদ্রব্য মি‌শি‌য়ে দেয়ায় প্রায় অচেতন অবস্থায় ছি‌লেন। তি‌নি সম্পুর্ন চেতনা ফি‌রে পে‌লে নিজেকে অন্তঃর্বাস পরা অবস্থায় দেখ‌তে পান। এসময় দুই ধর্ষক তার দি‌কে তা‌কি‌য়ে হা‌সি ঠাট্টা কর‌ছি‌লো।

ঘটনার পর দুই ধর্ষক দ্রুত মর‌ক্বো‌তে অবকাশ যাপ‌নে‌ চ‌লে যায়। প‌রে লন্ড‌নে ফেরার সময় গেটউইক বিমানবন্দর থে‌কে পু‌লিশ তা‌দের আটক ক‌রে।

প‌রে এ ঘটনায় মামলা দা‌য়ের হ‌লে গো‌য়েন্দারা এ ঘটনার সা‌থে সম্প‌র্কিত ভি‌ডিও ফু‌টেজ খু‌জেঁ পান। ভি‌ডিওতে দেখা যায়, এক‌টি দোকান থে‌কে পানীয় কেনার পরে আসামীরা পানীয়‌তে কিছু মিশি‌য়ে বোতল‌টি ঝাকা‌চ্ছিল।

আসামী‌দের ম‌ধ্যে মিজাদ মিয়া ধর্ষ‌নের দায় স্বীকার ক‌রে আদাল‌তে অন‌ুতপ্ত হওয়ায় তা‌কে ১৩ বছ‌রের কারাদন্ড দেন। অন্য‌দিকে বেলাল‌কে যৌন নির্যাত‌নের দা‌য়ে ১১ বছ‌রের কারাদন্ড দেয় আদালত।

ঘটনার তদন্তকারী কর্মকর্তা ডে‌নি প্রি‌টেইজ ব‌লে‌ছেন, আমি ঐ ধ‌র্ষিতা নারীকে ধন্যবাদ জানা‌তে চাই যি‌নি অসীম সাহস নি‌য়ে এ ঘটনায় অভি‌যোগ দা‌য়ের ক‌রে‌ছি‌লেন।

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক যুক্তরাজ্য খবর

  •   ফিলিস্তিনে হামলার প্রতিবাদে ব্রিটেনে বিক্ষোভ
  •   রোজিনা ইসলামের মুক্তির দাবিতে ইউরোপের ১১ দেশের প্রবাসী নাগরিক সমাজের বিবৃতি
  •   রয়েল টাইগার স্পোর্টস ক্লাবের স্পনসরশিপের এগ্রিমেন্ট স্বাক্ষর অনুষ্ঠিত
  •   টাওয়ার হ্যামলেটসের আবারো স্পিকার হলেন বাংলাদেশি বংশোদ্ভূত আহবাব
  •   যুক্তরাজ্যের নর্থাম্পটনে পাঁচ বাঙালি কাউন্সিলর নির্বাচিত
  •   সাংবাদিক রোজিনা ইসলামের নি:শ্বর্ত মুক্তির দাবীতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের মানবন্ধন
  •   রো‌জিনার মু‌ক্তির দাবী‌তে লন্ড‌নে সাংবা‌দিক‌রা রাজপ‌থে
  •   ইসরায়েলের হামলার প্রতিবাদে ব্রিটেনের নর্থাম্পটনে বিক্ষোভ
  •   ২২দিনে দৌঁড়ে লন্ডনে পৌঁছালেন আফরোজ মিয়া
  •   ৩১৩ কিলোমিটার দৌড়ে ৮ মে লন্ডন পৌঁছাবেন সিলেটের আফরোজ মিয়া