আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

জিএসসির নর্থ রিজিওনের জরুরী সভা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১০-১৭ ০২:১০:২৬

ব্রাডফোর্ড থেকে সারওয়ার হোসেইন:: গ্রেটার সিলেট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল নর্থ রিজিওনের উদ্দ্যোগে কার্যনির্বাহী কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। 


গত ৮ অক্টোবর (সোমবার) ব্রাডফোর্ডের বনফুল রেষ্টুরেন্টে এ সভায় জিএসসির নর্থ রিজিওনের চেয়ারপার্সন ফয়জুর রহমান চৌধুরীর সভাপতিত্ব করেন।

জেনারেল  সেক্রেটারী কাউন্সিলর নেছার আলীর পরিচালনায় কোরআন তেলাওয়াত করেন হাজী তৈমুছ আলী।

সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গ্রেটার সিলেট কাউন্সিল ইন ইউকের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারী ও সাউথ ওয়েলস রিজিওনের প্রাক্তন চেয়ারপার্সন কমিউনিটি লিডার ও সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর আহমদ। 

তিনি তার বক্তব্যে বলেন, গ্রেটার সিলেট কাউন্সিল ১৯৯৩ সালে জনসেবা ও সমাজসেবার মহান ব্রত নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল। পা পা করে আজ এ সংগঠনটি ২৫ বছরে পদার্পন করতে যাচ্ছে। এ সংগঠনকে যারা প্রতিষ্ঠা করেছিলেন তাদের অনেকেই আজ পৃথিবীতে নেই। আমি তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। 
তিনি আরও বলেন, এটি এমন একটি সংগঠন যেখানে দল মত নির্বিশেষে সকল মানুষের ঐক্যবদ্ধভাবে জনসেবা এবং সমাজসেবার সুযোগ রয়েছে। নতুন প্রজন্মের সকলকে এই সংগঠনে সংঘবদ্ধ করে তাদের মাধ্যমে ভবিষ্যৎ নেতৃত্বকে আরও বেগবান ও শক্তিশালী করতে হবে। কমিউনিটি লিডার মকিস মনসুর সংগঠনের ২৫ বছরে পদার্পন অনুষ্ঠান কেন্দ্রীয় ও রিজিওনাল ভাবে সফলতার সাথে উদযাপন করার ও আহবান জানিয়েছেন।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জিএসসি নর্থ সহ-সভাপতি ফয়জুল ইসলাম, ট্রেজারার আব্দুস সালাম, সহ-সভাপতি আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক সারওয়ার হোসেইন, সহ-সভাপতি হাজী কবির উদ্দিন, আব্দুল হান্নান চৌধুরী, আব্দুর রব, নূরে আলম রব্বানী, আমিনুল ইসলাম, ইমদাদুল হক, আব্দুল কুদ্দুছ প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/ 1৭ অক্টোবর ২০১৮/ কেআরএস

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক যুক্তরাজ্য খবর

  •   ফিলিস্তিনে হামলার প্রতিবাদে ব্রিটেনে বিক্ষোভ
  •   রোজিনা ইসলামের মুক্তির দাবিতে ইউরোপের ১১ দেশের প্রবাসী নাগরিক সমাজের বিবৃতি
  •   রয়েল টাইগার স্পোর্টস ক্লাবের স্পনসরশিপের এগ্রিমেন্ট স্বাক্ষর অনুষ্ঠিত
  •   টাওয়ার হ্যামলেটসের আবারো স্পিকার হলেন বাংলাদেশি বংশোদ্ভূত আহবাব
  •   যুক্তরাজ্যের নর্থাম্পটনে পাঁচ বাঙালি কাউন্সিলর নির্বাচিত
  •   সাংবাদিক রোজিনা ইসলামের নি:শ্বর্ত মুক্তির দাবীতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের মানবন্ধন
  •   রো‌জিনার মু‌ক্তির দাবী‌তে লন্ড‌নে সাংবা‌দিক‌রা রাজপ‌থে
  •   ইসরায়েলের হামলার প্রতিবাদে ব্রিটেনের নর্থাম্পটনে বিক্ষোভ
  •   ২২দিনে দৌঁড়ে লন্ডনে পৌঁছালেন আফরোজ মিয়া
  •   ৩১৩ কিলোমিটার দৌড়ে ৮ মে লন্ডন পৌঁছাবেন সিলেটের আফরোজ মিয়া