আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

বৃটেনের কার্ডিফে কনসূলার সার্ভিস প্রদান করেছে বার্মিংহামস্থ হাইকমিশন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১০-২২ ১৬:৩০:৪৩

কার্ডিফ কমিউনিটির সহযোগীতায় আনন্দঘণ পরিবেশে কার্ডিফের গ্রেঞ্জটাউন হ্যাভ কমিউনিটি সেন্টারে শনিবার(২০অক্টোবর)বৃটেনের বার্মিংহামের কনসূলার সার্ভিস প্রদান করা হয়। ওয়েলসের কার্ডিফ ছাড়াও সোয়ানসী নিউপোট ব্রিজেন্ড ও বারী সহ বিভিন্ন শহর থেকে কনসূলার সার্ভিসে প্রচুর লোকের সমাঘম হয়েছে। বৃটেনের বার্মিংহামের সহকারী হাইকমিশনার হিজএক্সেলেন্সী মোহাম্মদ নাজমুল হকের নেতৃত্বে হাইকমিশনের অন্যান্য অফিসার বৃন্দের মধ্যে  হাইকমিশনের প্রথম সচিব মোহাম্মদ রেজাউল করিম, প্রশাসনিক অফিসার গোলাম সরোয়ার, শরিফুল ইসলাম, মোহাম্মদ ইশতিয়াক আকবর, ও  মোহাম্মদ হুমায়ুন এই সার্ভিস প্রদান করেন। সকাল ১১টা থেকে বিকাল ৫টা  পযন্ত অনুষ্ঠিত কনসূলার সার্ভিসের শুরু থেকেই  কাউন্সিলার দিলওয়ার আলী ও কমিউনিটি লিডার মকিস মনসুর আহমদ সহ প্রমুখ নেতৃবৃন্দ কার্ডিফ তথা ওয়েলসবাসীর পক্ষ থেকে এই  সার্ভিস প্রদানে সহযোগী হিসাবে ভৃমিকা পালন করেছেন।


সহকারী হাইকমিশনারকে কনসূলার সার্ভিস প্রদানে কৃতজ্ঞতা জানিয়েছেন। এছাড়াও  কনসূলার সার্ভিস প্রদানকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন  কাউন্সিলার আলী আহমদ, কমিউনিটি লিডার আনোয়ার আলী, আসাদ মিয়া আলমগীর আলম,  খিজির আহমদ ও আফজাল চৌধুরী খোকন সহ প্রমুখ নেতৃবৃন্দ।

ওয়েলসের সার্ভিস প্রদানের ব্যাপারে ওয়েলস বাংলা নিউজের এডিটর ও এটিন বাংলার সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর  এক প্রশ্নের জবাবে বার্মিংহামের সহকারী  হাইকমিশনার  হিজএক্সেলেন্সী মোহাম্মদ নাজমুল হক  কমিউনিটির সহযোগীতাকারী সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানানো সহ কমিউনিটির চাহিদা অনুযায়ী ওয়েলসে নিউপোট সোয়ানসী ও কার্ডিফে  প্রয়োজনে বছরে ৪টি সার্ভিস প্রদান করা হবে বলে প্রতিশ্রুতি ব্যাক্ত করেছেন।

সিলেটভিউ২৪ডটকম/২২ অক্টোবর ২০১৮/এমএম/ আআ

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক যুক্তরাজ্য খবর

  •   ফিলিস্তিনে হামলার প্রতিবাদে ব্রিটেনে বিক্ষোভ
  •   রোজিনা ইসলামের মুক্তির দাবিতে ইউরোপের ১১ দেশের প্রবাসী নাগরিক সমাজের বিবৃতি
  •   রয়েল টাইগার স্পোর্টস ক্লাবের স্পনসরশিপের এগ্রিমেন্ট স্বাক্ষর অনুষ্ঠিত
  •   টাওয়ার হ্যামলেটসের আবারো স্পিকার হলেন বাংলাদেশি বংশোদ্ভূত আহবাব
  •   যুক্তরাজ্যের নর্থাম্পটনে পাঁচ বাঙালি কাউন্সিলর নির্বাচিত
  •   সাংবাদিক রোজিনা ইসলামের নি:শ্বর্ত মুক্তির দাবীতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের মানবন্ধন
  •   রো‌জিনার মু‌ক্তির দাবী‌তে লন্ড‌নে সাংবা‌দিক‌রা রাজপ‌থে
  •   ইসরায়েলের হামলার প্রতিবাদে ব্রিটেনের নর্থাম্পটনে বিক্ষোভ
  •   ২২দিনে দৌঁড়ে লন্ডনে পৌঁছালেন আফরোজ মিয়া
  •   ৩১৩ কিলোমিটার দৌড়ে ৮ মে লন্ডন পৌঁছাবেন সিলেটের আফরোজ মিয়া