Sylhet View 24 PRINT

লন্ড‌নে বাংলা‌দেশী অালতাব অালীর নামে বাসস্টপের নামকরণ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১০-২৮ ১৫:১১:২৮

মুন‌জের অাহমদ চৌধুরী, যুক্তরাজ্য :: যুক্তরা‌জ্যে বর্ণবাদ বি‌রোধী অা‌ন্দোল‌নের শহীদ বাংলা‌দেশী অালতাব অালীর না‌মে নামকরণ করা হল বাস স্টপে‌জের।

পূর্ব লন্ড‌নের অালতাব অা‌লী পার্ক সংলগ্ন হোয়াইট চ্যা‌পেল রো‌ডের অডলার ষ্ট্রিট বাস স্টপে‌জের নাম অালতাব অালীর স্মর‌ণে অডলার ষ্ট্রিট অালত‌াব অালী পার্ক বাসস্টপ হি‌সে‌বে নামকরনে উদ্যোগ নিয়েছে লন্ডন ট্রান্স‌পোর্ট কতৃপক্ষ (টিএফএল)।

১৯৭৮ সা‌লে বর্ণবাদ বি‌রোধী অা‌ন্দোল‌নে শহীদ হবার ৪০ বছর পর অালতাব অালীর না‌মে নামকর‌ণের এ ঘোষনা এল। এর অা‌গে লন্ড‌নের এসম্বলী মেম্বার উ‌মেশ দেশাই গত অাগ‌ষ্টে লন্ড‌নের ট্রান্স‌পোর্ট প্রধান‌দের সি‌টি হ‌লে অনু‌ষ্ঠিত সভায় এ নামকর‌নের প্রস্তাব তো‌লেন।

শ‌নিবার সা‌থে অালাপকা‌লে উ‌মেশ দেশাই ব‌লেন, ব্রি‌টে‌নে বর্ণবা‌দের বিরু‌দ্ধে অালতাব অালীর অবদান কখ‌নো ভুলবার নয়।

পূর্ব লন্ড‌নের প্রবীন লেবার পা‌র্টি নেতা ও অালতাব অালী স্মৃ‌তি রক্ষা অা‌ন্দোল‌নের অন্যতম সংগঠক লোকমান উদ্দীন শ‌নিবার ব‌লেন, অালতাব অালী মে‌মো‌রিয়াল ট্রাষ্ট, টাওয়ার হ্যাম‌লেটস কাউ‌ন্সিলসহ ‌বি‌ভিন্ন সংগঠন অালতাব অালীর স্মৃ‌তিরক্ষায় কাজ ক‌রে যা‌চ্ছে।

উ‌ল্লেখ্য, বর্ণবাদী হামলায় নিহত অালতাব অালীর স্মর‌নে প্র‌তি বছর ৪ঠা মে ব্রি‌টে‌নে অালতাব অালী দিবস পা‌লিত হয়ে অাস‌ছে।

সিলেটভিউ২৪ডটকম/২৮ অক্টোবর ২০১৮/এমএসি/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.