Sylhet View 24 PRINT

রূপালী ব্যাংকের সহযোগী হিসেবে লন্ডনে ফামা ক্যাশ ইউকের যাত্রা শুরু

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১১-০৯ ০০:৪৮:৪২

আহাদ চৌধুরী বাবু, লন্ডন :: ইউরোপ রেমিটেন্স পার্টনারশীপের আওতায় রূপালী ব্যাংক বাংলাদেশের সহযোগী পার্টনার হিসেবে আমেরিকা ভিত্তিক মোবাইল মানি টান্সফার নেটওয়ার্ক এ্যাপস ফামা ক্যাশ লিমিটেড ইউকের এক সংবাদ সম্মেলন বৃহস্পতিবার পূর্ব লন্ডনের একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে৷

সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান- আমেরিকা ভিত্তিক মোবাইল এ্যাপস সম্পূর্ণ আধুনিক ও সহজে ব্যবহার উপযোগী একটি মাধ্যম যেটি নিজেদের ডেভোলাপকৃত একটি সফটওয়্যার৷ এর মাধ্যমে বিশ্বের যে কোন জায়গায় রেমিটেন্স পাঠানো সম্ভব৷ ভালো রেইট এবং দ্রুত একাউন্ট ট্রান্সফারের সুবিধাসহ রূপালী ব্যাংকের মাধ্যমে বাংলাদেশের যেকোন যায়গায় ব্যাংকের শাখায় টাকা তোলার নিশ্চয়তাসহ যে কেউ মোবাইল একাউন্টের একটি ফরম পুরন করে একাউন্ট হোল্ডার হওয়ারও সুযোগ রয়েছে এতে৷

উপস্থিত কর্মকর্তারা বলেন- ফামা ক্যাশ সহজভাবে মানি প্রেরণ ও রিসিভ করা যায় এবং কাষ্টমারদের জন্য রয়েছে কুপন গ্রিফট কাৰ্ড এবং ক্যাশব্যাকের মতন অফার৷ এবং কোম্পানী কোয়ালিটি সেইফটি ট্ৰাষ্ট ও সেইভিং এই বিষয়গুলো নিয়ে কাজ করবে৷ তাছাড়া নেতিবাচক সমস্যা মোকাবেলা করে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে ইউকেতে কাজ করতে চায়৷ সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন সফটওয়্যারটির উদ্ধাবক ইঞ্জিনিয়ার সাইফুল খন্দকার৷

এসময় উপস্থিত ছিলেন- রূপালী ব্যাংকের ডিজিএম ফয়েজ আলম, ডিএমটি বেলায়েত হোসেন, ফামা ক্যাশ এর অপারেশনাল কর্মকর্তা মনির খান৷

সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে রূপালী ব্যাংকের কর্মকর্তারা জানান- লন্ডনে রূপালী ব্যাংকের কোন অনুমোদিত শাখা নেই৷

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.